মহান শিক্ষক
শুভঙ্কর ত্রিপাঠী
০৬ _ ০৯_২০২৩
তুমি জ্ঞানী;
অনন্ত অপার রহস্যের --
সত্য সন্ধানী ।
জ্ঞানের অমৃত সুধা
যুগে যুগে কর সঞ্চয় ,
সেই সুধা দান করে
তুমি মহা দানী
কালোত্তীর্ণ অমর অক্ষয়।
তুমিই দধীচি ;
হও জ্ঞান তপস্যায়।
তোমার প্রদত্ত অস্থি ;
অসুর নিধনে , দেবরাজ বাসবের
কঠোর বজ্র গড়ে,
দেবতার অস্তিত্ব রক্ষায় ।
সৃষ্টির সংকটে আনে স্বস্তি।
তুমি স্বাভিমানী
চানক্য ,দরিদ্র জ্ঞান যোগী।
তোমার শিখার অপমানে
অহংকারী ধননন্দ হয় ভুক্তভোগী।
নতুন যুগের
পুরোহিত তুমি,
কুটিল কৌটিল্য হও যুগ প্রয়োজনে।
তুমিই ঈশ্বর
বিদ্যার সাগর তুমি, সাগর দয়ার
মাতৃ জাতি ,শিক্ষা পায় , খুলে যায় দ্বার
মধ্যযুগ পিছে পড়ে থাকে
নতুন যুগেতে পথ চলা,
তোমারি শিক্ষার আলোকে।
তুমিই বিবেকানন্দ
তুমিই বিবেক , ভারত আত্মার।
মহান কর্মযোগ , বেদান্ত দর্শনে
মুখরিত বিশ্ববাসী, তোমার বন্দনে
শিকাগোর ধর্মসভা , জয় জয়কার।
সকলে গর্বিত মুগ্ধ
ছাত্র যত প্রকৃত শিক্ষার।
গুরু রবি, কবি শ্রেষ্ঠ
শিক্ষা গুরু তুমিই মহান।
বাঙালির সত্তা তুমি, বাংলার মান ।
শিক্ষা আনন্দময় প্রকৃতির মাঝে
মুক্ত চিন্তা , উচ্চ শির সকাল কি সাঁঝে
তোমার শিক্ষার আলো শান্তিনিকেতনে
তোমার শিক্ষার আলো, আমাদের প্রাণে।
শিক্ষকতা পেশা নয়,
আলোক দিশারী জয়গান।
কঠিন মহান ব্রত,
পবিত্র মঙ্গল যত,
মানবতা, মনুষ্যত্ব-
আপনি আচরি ধর্ম অপরে শিখান।
মহান শিক্ষক শুধু তাঁরা ,
যাঁরা নিজগুণে ভাস্কর সমান।
No comments:
Post a Comment