প্রেম
কাকলী
১৪/০৯/২৩
একটুকরো প্রেমকে খোঁজা, আর মেঘলা আকাশে রোদ্দুর খোঁজা,
হয়তো আছে, হয়তো নেই, অনুভবে শুধুই,
প্রেম মানে কি শুধু চোখের দেখায়, হাতের ছোঁয়ায়,
নাকি শারীরিক অবয়ব ছাড়িয়ে শুধু অন্তরে অনুভব,
প্রেম মানে কি শুধুই পাওয়া, নিজের জোরে চাপিয়ে দেওয়া অধিকারে,
নাকি অলীক কল্পনায় না পাওয়াতেও প্রাপ্তি,
সারাজীবন ধরে পাশাপাশি থেকে যাওয়া দুটি মন,
সত্যিই নিজেদের চেনে কতক্ষন, নাকি সবটাই অভ্যেস,
ভালো থাকায় চেষ্টা, নিজেদের অনুভূতি গুলো অগ্রাহ্য করে,
প্রেম মানে তাহলে ভালো থাকায় ছলে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার খেলা,
নাকি এক অপার্থিব সুখের মধ্যে ডুবে গিয়ে অস্তিত্বের অন্বেষণ করা,
গভীর ভাবে ভালোবাসার মানে কি শুধু শরীর ছুঁয়ে থাকা,
নাকি বহুদূরে থেকেও অন্তরে তার উপস্থিতি অনুভব করা,
সবকিছুই ভীষন আপেক্ষিক, কি ভাবে ভাববে, কি ভাবে দেখবে,
সেই মতো ছবি আঁকা হবে,
আকাশে গোধূলি আলোর বুকে নাম লেখা হবে,
ভীষন আবেগ জড়ানো কিছু মুহূর্ত থেকে যাবে জীবনের সঞ্চয়,
অথবা কোথাও কিছুই নেই, তবু মনে করতে তো বাঁধা নেই,
অনেক স্বপ্ন আঁকা রঙিন দিন, সময়ের সাথে তারাও বার্ধক্যে পৌঁছায়,
কিন্তু সেই অনুভূতি গুলো চিরদিন চিররঙিন,
পূর্ণিমার চাঁদ যেমন প্রতি পূর্ণিমাতেই একরকম,
তবুও রকমফের হয় তার ভিন্ন চোখে ভিন্ন রকম,
প্রেমেরও তেমনি হাজার রূপ, হাজার অনুভূতি,
কেউ পেয়েও বুঝতে পারে না, কেউ না পেয়েও স্বপ্ন বুনে যায়,
প্রেম বুঝি অধরাই হয়, নাগালের বাইরে, স্বপ্নের ভিতরে,
এই মনে হয় পেয়েছি, এই মনে হয় হারিয়ে ফেলেছি,
সমস্ত উষ্ণতা মেখে শুধু অন্তরে অনুভব তাকে, এ এক প্রাপ্তির সাধনা।
No comments:
Post a Comment