Sunday, September 17, 2023

মেঘ বালিকা -- নাসিরা বেগম

মেঘ বালিকা
নাসিরা বেগম
১০-০৯-২৩
আকাশ জুড়ে কালো মেয়ে মেঘ বালিকা সেজেছে সঙ,
মেঘলা-চোখো অচিন মেয়ে বৃষ্টিলেখার দারুন ঢঙ্।
নীল নিলীমা তুই কি মোদের দূর আকাশের নীলপরি,
পেঁজা তুলোর মাঝখানেতে পরে থাকিস্ নীলাম্বরী। 
তুইই  কি সেই রুখুশুখু যক্ষপ্রিয়া হালফ্যাসানি
একটা নয়ন অগ্নিবলয় অন্য চোখে বেত্রবতী,
মেঘপিয়নের কাঁধে ঝোলা মায়াহলুদ পত্রখানি
বাতায়নে অপেক্ষা চোখ মেয়ের বুকে তৃষ্ণারতি। 
ঈশানি মেঘ ভাসিয়ে দিলো বিরহপোড়া ওই দুপুর,
মহাকালের ঘন্টা দোলায় ত্রিকালজ্ঞ খেয়ামাঝি
ভিজবে মেয়ে আগুনরূপা ছিঁড়ে যাবে শিঞ্জিনূপুর।
রংধনুতে গা এলিয়ে ছাই রঙা ওই মেঘ বাবাজি 
শরত সাদা মেঘের গাঁজায় দিন ঘুমটা বেজায় রাজি। 
পত্র পাঠে বুকে শিহর ঝিমিয়ে থাকা উর্জা মেয়ে
ভুর্জপত্রে দু-একখানা বিষম-খাওয়া বৃষ্টিফোঁটা,
দলাপাকানো লজ্জাবস্ত্র ছুঁড়ল মেঘে ঘেমেনেয়ে
তারাখসা গন্ধ রাতে অভিসারিকার পথে কাঁটা। 
ভাসলো মেয়ের হলুদ খামের গোপন চিঠি নক্ষত্রজলে,
প্রেমধোঁয়াশা আপত্তিকাল হা-ক্লান্ত জিরিয়ে নেওয়া ছায়াসজল হিজলতলে।

No comments: