Friday, June 28, 2019

নিরাশা

নিরাশা

চারিদিকে একি দেখি অমানিশির ঘোর

জন্মের অন্ধকারও হার মানে বুঝি
নিশ্ছিদ্র নিরাশায় ডুবে যাওয়া ভোর
মুছে গেছে সব পবিত্রতা

নিস্তব্ধ গভীর রাত ----

শুনি শুধু হৃদয়ের ব্যর্থ আস্ফালন
গুমরে মরে পৃথিবীটা ছোট্ট ঘরের কোনে
কানে আসে কোনো এক আদিম বিস্ফোরণ
এরাতে ভালোবাসা পাশ ফিরে শোয়
পড়ে থাকে আজন্মের অব্যক্ত যন্ত্রণা
মনের আগুন ক্রমে মাথায় ছড়ায়

চারিদিকে নরপিশাচেরা অট্টহাসি হাসে ।

Monday, June 24, 2019

মুক্তোর আশায়

মুক্তোর আশায়

সমুদ্রের জল কি চোখের জলের চেয়েও বেশি নোনা
অথবা
জীবনের এক- একটি ভুলে জন্ম হয় এক- একটি সমুদ্রের
নানা সুখ-দুঃখের ঢেউ আছড়ে পড়ে বারবার

এত জলের উৎস খুঁজি আমি
বিনিদ্র রজনী আমার কুয়াশামাখা

কেটে গেছে কত ঝিনুক- কুড়ানো-বেলা
পা কেটেছি পচা শামুকের খোলে
দগদগে ঘা হয়ে আছে তা স্মৃতিতে
কোথায় উপশম , নেই কোনো ওষুধের প্রলেপ

বলেছিলে মুক্ত খুঁজে দেবে
এখনো দুচোখে আশা নিয়ে
তাকিয়ে আছি সুদূর-সমুদ্রে ।

Friday, June 21, 2019

দুষ্টু মেয়েটির জন্য

দুষ্টু মেয়েটির জন্য

জল ছলছল

আকাশ কালো
শ্যামলা মেয়ের 
মনটি ভালো ,

ও মেয়ে তুই

আস্তে চল
দেখ না চেয়ে
পথ পিছল ,

সামলে যদি

না চলিস 
পিছল পথে 
পা ফেলিস ,

দেখবি তবে

ভাঙবে পা
তাই তো বলি 
আস্তে যা ,

জল থৈ থৈ

আকাশ যদি 
নাচতে ইচ্ছা 
হচ্ছে যদি ,

ইচ্ছে মত

নাচিস পড়ে
সোনা রোদের 
হাসি ঝরে  ,

এখন আমার 

কথা শোন
চুপটি করে 
আটকে মন ,

ঐ দেখ তো

আকাশ চিরে 
সাপের ছানা
খেলা করে ,

ও সাপুরে

বিন বাজাও
আরো খানিক
সাপ নাচাও ,

বিষ যখন নেই

এ সাপের
তখন আবার
ভয় কিসের ,

তবে যখন 

টুকটুকে বউ
নাইতে যাবে ,
ও নদী-ঢেউ -----

একটু তুমি

সামলে নিয়ো
বৃষ্টি তুমি
ধরা দিয়ো ।

পড়ে আবার 

অঝোর ধারে ,
খেলা কোরো
পথের প'ড়ে ,

আবার ছোট্ট 

মেয়ে এসে
খিলখিলিয়ে
উঠবে হেসে ,

আবার শ্রাবণ

আকাশ জুড়ে
সাপের নাচন
উঠবে বেড়ে ,

দুষ্টু মেয়ে

নাচিস তুই ,
যখন হবে 
নরম ভুঁই ।

Wednesday, June 19, 2019

কিংকর্তব্যবিমূঢ় আমি

কিংকর্তব্যবিমূঢ় আমি

তোমাকে চেয়েছিলাম উথালপাথাল ঝড়ে
মাঝ সমুদ্রে নৌকা যখন হারিয়েছে তার দিক

ডুবে যাওয়ার আশঙ্কায়
ধরতে চেয়েছি আঁকড়ে
বাড়াওনি তো আশ্বাসের হাত
পাড়ে দাঁড়িয়ে হাত নেড়েছো শুধু

তারপর বহুবছর পড়ে
স্মৃতির কুয়াশা ক্রমে হয়েছে ফিকে
নতুন করে বাঁচার আশায়
ফুলে- ফলে- নৈবেদ্যে সাজিয়েছি ষোড়শোপচার

আবার পদার্পণ আঙিনায়
বিস্ময়-বিমুগ্ধ আমি
সেই একই হাসি
প্রায় সলিলসমাধি আমার স্বপ্ন মনে হয়

কিংকর্তব্যবিমূঢ় আমি
উচিৎ কি আজ --- তিতিক্ষা না তিরস্কার ?

Saturday, June 15, 2019

জিঘাংষা

জিঘাংষা

ঔ শুনি রাত্রির কান্না
কি গভীর মর্মন্তুদ ভোরের প্রত্যাশে
পথহারা নাড়ী যেন এক
স্বজন প্রত্যাশে ফোঁপায় শুধু

চারপাশে তারকার সমাবেশ
কিন্তু হায়
নিশিপদ্মের গন্ধ কোথায়
রাত্রির বাতাসে
এ যে শুধু বারুদ আর রক্তের ঘ্রাণ
পেটের ভিতর পাঁক দেয় অপাচ্য সব
বিবমিষা ছড়ায় চরাচরে
কোথায় নিশাচরের সদল পদভার
উল্লাসে জাগে আরো রাতচরা
ব্যস্ত পাখার ঝাপটায়

কার প্রাণ খুঁড়ে খায়
অজান্তে বাতাস ভয়ে স্তব্ধ হয়ে রয় ।

Wednesday, June 12, 2019

মুক্তি

মুক্তি

চাঁদবুড়ি যখন ঘুমাবে নিঝুম
চড়কা কাটবে তুমি
কথা দিয়েছিলে চাঁদের পাহাড়
হাত নিয়েছিলে চুমি
আরো কত কি নিয়ে গেছো মেঘ
চাঁদের পানা রঙ
শরৎ হেমন্ত শীত বসন্তে
কচি , আদুরে ঢং
সূক্তি যেমন মুক্ত লুকায়
আপন অন্তঃকোনে
নিয়ে গেছো তুমি মুক্তি , সসীম ,
বেঁধেছো সংগোপনে ।

Monday, June 10, 2019

অমৃত

অমৃত


বুকের ভেতর জায়গা বড়ো কম
স্বপ্ন আছে হাজার লক্ষ রকম
পারো যদি সেল্ফ করে নাও
নোয়ানো শিকে আরো ঝুলিয়ে নাও

তোমার বুকে পাথর-কাটা খাঁজ
স্নিগ্ধতা নয় , রুক্ষ মরুর ঝাঁজ
ক্যাকটাসের পাতার মত গোপন
রেখেছিলে , বুঝেছিলাম , ভোরের মত আপন
তোমার কাছে , তোমার কুঁজো পূর্ণ ছিল যুগান্তরের বিষ
আষ্টেপৃষ্ঠে রুদ্ধ করে ঢেলেছ অহর্নিশ

বিষে বিষে অমৃত হয় , অমর ভালোবাসা
মরুভূমির তৃষ্ণা বুকে , আকুল পিপাসা .......

Thursday, June 6, 2019

মানসী

মানসী

চুপিসারে পাতা ওড়ে
তোমার অন্দরমহল
শোনা যায় আর্তক্রন্দন , তুমি নিক্কন
বেনোজলে মুখ দেখে চাঁদ
চরাচরে রাত জাগে , নিথর ,
বীজের ভেতর সুপ্ত অন্ধকার ।
ঘুমচোখে কুয়াশা ঘনায় 
জানালায় উঁকি মারে ত্রস্ত বাতাস
একবার , শুধু একবার
ছুঁয়ে যেতে চায়

Sunday, June 2, 2019

প্রতীতি -2015

প্রতীতি -2015

তোমাকে দেখেছি আমি

ঘন শ্রাবনবর্ষণে ধূপ-ছায়ারূপে
স্নিগ্ধতার হাত বাড়িয়ে দিয়েছো আমায়

তোমাকে দেখেছি শারদমেঘে

একরাশ শুভ্র ফেনার মাঝে
কি মায়াবি কমনীয়তায় উদাস

তোমাকে দেখেছি দারুণ পৌষে

নিবিড় শীতলতায় হীম-মায়ারূপে

অবশেষে ধরা দিয়েছো বসন্তে

কী গভীর আশ্লেষে বিদ্ধ করেছো আমায়
প্রেমের পূজারীরূপে
ফুলে-ফলে-নৈবেদ্যে তোমর ষোড়শোপচার
পূর্ণ করেছো তুমি নাড়ীর বেদনায়

অলঙ্কৃত আমি আজ পূর্ণ কলসে ।