প্রতীতি -2015
তোমাকে দেখেছি আমি
ঘন শ্রাবনবর্ষণে ধূপ-ছায়ারূপে
স্নিগ্ধতার হাত বাড়িয়ে দিয়েছো আমায়
তোমাকে দেখেছি শারদমেঘে
একরাশ শুভ্র ফেনার মাঝে
কি মায়াবি কমনীয়তায় উদাস
তোমাকে দেখেছি দারুণ পৌষে
নিবিড় শীতলতায় হীম-মায়ারূপে
অবশেষে ধরা দিয়েছো বসন্তে
কী গভীর আশ্লেষে বিদ্ধ করেছো আমায়
প্রেমের পূজারীরূপে
ফুলে-ফলে-নৈবেদ্যে তোমর ষোড়শোপচার
পূর্ণ করেছো তুমি নাড়ীর বেদনায়
অলঙ্কৃত আমি আজ পূর্ণ কলসে ।
No comments:
Post a Comment