Monday, June 24, 2019

মুক্তোর আশায়

মুক্তোর আশায়

সমুদ্রের জল কি চোখের জলের চেয়েও বেশি নোনা
অথবা
জীবনের এক- একটি ভুলে জন্ম হয় এক- একটি সমুদ্রের
নানা সুখ-দুঃখের ঢেউ আছড়ে পড়ে বারবার

এত জলের উৎস খুঁজি আমি
বিনিদ্র রজনী আমার কুয়াশামাখা

কেটে গেছে কত ঝিনুক- কুড়ানো-বেলা
পা কেটেছি পচা শামুকের খোলে
দগদগে ঘা হয়ে আছে তা স্মৃতিতে
কোথায় উপশম , নেই কোনো ওষুধের প্রলেপ

বলেছিলে মুক্ত খুঁজে দেবে
এখনো দুচোখে আশা নিয়ে
তাকিয়ে আছি সুদূর-সমুদ্রে ।

No comments: