জিঘাংষা
ঔ শুনি রাত্রির কান্না
কি গভীর মর্মন্তুদ ভোরের প্রত্যাশে
পথহারা নাড়ী যেন এক
স্বজন প্রত্যাশে ফোঁপায় শুধু
চারপাশে তারকার সমাবেশ
কিন্তু হায়
নিশিপদ্মের গন্ধ কোথায়
রাত্রির বাতাসে
এ যে শুধু বারুদ আর রক্তের ঘ্রাণ
পেটের ভিতর পাঁক দেয় অপাচ্য সব
বিবমিষা ছড়ায় চরাচরে
কোথায় নিশাচরের সদল পদভার
উল্লাসে জাগে আরো রাতচরা
ব্যস্ত পাখার ঝাপটায়
কার প্রাণ খুঁড়ে খায়
অজান্তে বাতাস ভয়ে স্তব্ধ হয়ে রয় ।
No comments:
Post a Comment