দুষ্টু মেয়েটির জন্য
জল ছলছল
আকাশ কালো
শ্যামলা মেয়ের
মনটি ভালো ,
ও মেয়ে তুই
আস্তে চল
দেখ না চেয়ে
পথ পিছল ,
সামলে যদি
না চলিস
পিছল পথে
পা ফেলিস ,
দেখবি তবে
ভাঙবে পা
তাই তো বলি
আস্তে যা ,
জল থৈ থৈ
আকাশ যদি
নাচতে ইচ্ছা
হচ্ছে যদি ,
ইচ্ছে মত
নাচিস পড়ে
সোনা রোদের
হাসি ঝরে ,
এখন আমার
কথা শোন
চুপটি করে
আটকে মন ,
ঐ দেখ তো
আকাশ চিরে
সাপের ছানা
খেলা করে ,
ও সাপুরে
বিন বাজাও
আরো খানিক
সাপ নাচাও ,
বিষ যখন নেই
এ সাপের
তখন আবার
ভয় কিসের ,
তবে যখন
টুকটুকে বউ
নাইতে যাবে ,
ও নদী-ঢেউ -----
একটু তুমি
সামলে নিয়ো
বৃষ্টি তুমি
ধরা দিয়ো ।
পড়ে আবার
অঝোর ধারে ,
খেলা কোরো
পথের প'ড়ে ,
আবার ছোট্ট
মেয়ে এসে
খিলখিলিয়ে
উঠবে হেসে ,
আবার শ্রাবণ
আকাশ জুড়ে
সাপের নাচন
উঠবে বেড়ে ,
দুষ্টু মেয়ে
নাচিস তুই ,
যখন হবে
নরম ভুঁই ।
No comments:
Post a Comment