Wednesday, June 19, 2019

কিংকর্তব্যবিমূঢ় আমি

কিংকর্তব্যবিমূঢ় আমি

তোমাকে চেয়েছিলাম উথালপাথাল ঝড়ে
মাঝ সমুদ্রে নৌকা যখন হারিয়েছে তার দিক

ডুবে যাওয়ার আশঙ্কায়
ধরতে চেয়েছি আঁকড়ে
বাড়াওনি তো আশ্বাসের হাত
পাড়ে দাঁড়িয়ে হাত নেড়েছো শুধু

তারপর বহুবছর পড়ে
স্মৃতির কুয়াশা ক্রমে হয়েছে ফিকে
নতুন করে বাঁচার আশায়
ফুলে- ফলে- নৈবেদ্যে সাজিয়েছি ষোড়শোপচার

আবার পদার্পণ আঙিনায়
বিস্ময়-বিমুগ্ধ আমি
সেই একই হাসি
প্রায় সলিলসমাধি আমার স্বপ্ন মনে হয়

কিংকর্তব্যবিমূঢ় আমি
উচিৎ কি আজ --- তিতিক্ষা না তিরস্কার ?

No comments: