Wednesday, June 12, 2019

মুক্তি

মুক্তি

চাঁদবুড়ি যখন ঘুমাবে নিঝুম
চড়কা কাটবে তুমি
কথা দিয়েছিলে চাঁদের পাহাড়
হাত নিয়েছিলে চুমি
আরো কত কি নিয়ে গেছো মেঘ
চাঁদের পানা রঙ
শরৎ হেমন্ত শীত বসন্তে
কচি , আদুরে ঢং
সূক্তি যেমন মুক্ত লুকায়
আপন অন্তঃকোনে
নিয়ে গেছো তুমি মুক্তি , সসীম ,
বেঁধেছো সংগোপনে ।

No comments: