অমৃত
বুকের ভেতর জায়গা বড়ো কম
স্বপ্ন আছে হাজার লক্ষ রকম
পারো যদি সেল্ফ করে নাও
নোয়ানো শিকে আরো ঝুলিয়ে নাও
তোমার বুকে পাথর-কাটা খাঁজ
স্নিগ্ধতা নয় , রুক্ষ মরুর ঝাঁজ
ক্যাকটাসের পাতার মত গোপন
রেখেছিলে , বুঝেছিলাম , ভোরের মত আপন
তোমার কাছে , তোমার কুঁজো পূর্ণ ছিল যুগান্তরের বিষ
আষ্টেপৃষ্ঠে রুদ্ধ করে ঢেলেছ অহর্নিশ
বিষে বিষে অমৃত হয় , অমর ভালোবাসা
মরুভূমির তৃষ্ণা বুকে , আকুল পিপাসা .......
No comments:
Post a Comment