Wednesday, July 4, 2018

কান্না ভেজা বিকেল



কান্না ভেজা বিকেল 


কান্না ছাড়া আর কি আছে দেবার
কান্না আম়ার উজান টানে বয়
কান্না ভেজা ধূসর পৃথিবী আমার
অবহেলায় আরো ধূসর হয়

সোনাঝরা সেই শান্ত বিকেলবেলা
হঠাত্ করে কালো মেঘের মোড়ক
দমকা হাওয়ায় ওলট পালট সব
তোমার চোঁখে বিদ্যুতের ঝলক

প্রশ্ন যখন অধিকারের হয়
সব ঠিকানা নিমেষে মিলায়
অবাক চোখে দেখি বিশ্বখানা
প্রেম আমার মরিচীকা হয় ।

Tuesday, July 3, 2018

আলো-আঁধারি


আলো-আঁধারি



আমার আকাশে আজ ঘন কালো মেঘ
একলাই বয়ে চলি নিঃশব্দ ভার
গোধুলি আলোর বিকেল তোমাকে দিলাম
নিলাম জলছবি , আবছায়া আর ঘষাকাঁচ

রামধনু রঙে আঁকি অপার সুখ
মোহময় প্যাষ্টেলও হার মানে তাতে
জানালায় ঝুলে থাকা একখন্ড বিকেল
মনের চোরাপথে উঁকি দিয়ে যায়

মেঘ ভাসে , রোদ হাসে আলো - ছায়ার খেলায় ।

Monday, July 2, 2018

হাতছানি

হাতছানি





মাঝরাতে ঘুম ভাঙে , গোঙানিয়া সুর
দূরে দূরে কালপেঁচার তীক্ষ্ণ বিলাপ
রাত্রির নিস্তব্ধতা ছিন্নভিন্ন হয়
চারিদিকে সুসজ্জিত স্বপ্নবাসর
ভীমরুলের তীক্ষ্ণ দংশন হৃদয়কোনে
পথহারা সঙ্গীহারা অবলা পাখি
আতঙ্কে আতঙ্কে ফেরে বনে বনে 
ঘুমহীন ক্লান্তি নামে শরীর জুড়ে
ডানায় তার হাজার যুগের ভার
চোখে আসে অন্ধকার কুয়াশা শুধু
কোন পথে এসেছিল , যাবে কোথায় আর
অনেকদিন পায়নি সে মাটির ঘ্রাণ
কত দূর , আর কত দূর -
সুমিষ্ট আহারও যেন নিমতেতো
ময়ূরকন্ঠী আশা হাতছানি দেয় ।

Sunday, July 1, 2018

আত্মজ



আত্মজ


অন্ধকারে গুটিসুটি মেরে
কোন গহ্বরে রয়েছ আবিষ্ট , সাধনা আমার , 
তখনও বুঝিনি প্রেম , 'ভালোবাসা কারে কয়'
দিন়ভোর খড়কুটো কুড়ানোর খেলা
জমে যায় খড়কুটো , ধুলো জমে ওঠে
তখনও অপেক্ষা তোমার - প্রেম !

তারপর আসে একদিন , নক্ষত্রের দীপ্তিসম - 
নায়ক তরুন , রক্তিম রাত্রিও বিষাক্ত নীল
তবু আহ্বান , নবাগত , পূর্ণ কর
এসো সঙ্গোপনে , নিভৃতে , একান্ত আপনার ঘরে
অনুভব করি তোমায়
দিনে দিনে বেড়ে ওঠো , সাধনা আমার
তারপর - সাড়ম্বরে ঘোষনা তোমার - 
দৃপ্ত চক্ষু মেলে -
তুমি শাশ্বত সাধনার ধন
আবাল্য পরিচিত শরীরের
শুধু একটি কণা
আমার সন্তান ।।

পথহারা


পথহারা 




অনেকটা পথ পেরিয়ে এলাম
ছোট-বড় শিরা-উপশিরায় চিত্রলেখ সব
আড়ি দিয়ে গেছে আমায় এক টুকরো রোদ
অলস মধ্যাহ্ন পরে আছে নিঝুম নিরালায়
জানালায় ঝুলে আছে আস্ত বিকেল


হাতছানি দিয়ে যায় প্রজাপতির পাখা
শীত আসে শীত যায় , খড়ি ওঠা হাত
মসৃন হয়ে আসে সময়ের সাথে


নিক্তিতে ওজন করি চাওয়া-পাওয়ার
চুলচেরা বিশ্লেষণে মনের পতন
হারিয়ে গেছে কবে জলছবি দিন
দুচোঁখে বাষ্প ঘনায় , অদূর সাগর ।

Friday, June 29, 2018

অবুঝ প্রেম


অবুঝ প্রেম 


চুপিসারে বৃষ্টি নামে আমার শিরায়
অথবা অঝোরে কেঁদে চলে আমার রোমান্টিক মন
পরিষ্কার শূণ্য দেখি হৃদয়ের তলদেশ
কবিতাও শূণ্য করে চলে গেছে কবে

হাত খোঁজে হাত বাড়ায় অবুঝ হৃদয়
সেতারে ওঠে না সুর , কন্ঠে নেই গান
অনুভবে ঢেড়া মেলে প্রেমের ঘরে
আমার প্রেম এমন দিনে পাশ ফিরে শোয় ।

ভালোবাসারা কাঁদে


ভালোবাসারা  কাঁদে 



অন্ধকারের হিমকুঞ্চন গহ্বর থেকে উঠে এসে
ভালোবাসতে চেয়েছিল সে
এক আকাশ ভালোবাসা ছিল তার

হল না -
ভালোবাসারা কি এক চুম্বকটানে
পদস্খলিত হয়ে পড়ল অপাত্রে
সত্ত্বা হারালো তাই - 
জলবত্ তরলং ভালোবাসার আকার তাই অপাত্র

এখন এতে শুধুই আঁচরের দাগ আর অজস্র ফাটল
আর ফাটল বেয়ে উঁকি দেয় চীনে বট
অনাকাঙ্খিত অনধিকার প্রবেশ
তবুও দাপট তার
ভালোবাসা গুমরে গুমরে কাঁদে

তোমার অজান্তে তাই নদী কান্না হয়ে বয় ।

হারানো সুর

                                                              হারানো সুর                                                                                                                                                                                                                                                   




 মনের  পাথরে একটুখানি ক্ষয় ধরেছে  
        তাই, আজ কৃষ্ণচূড়ায় রং ধরেছে 
      রং যদি হয় কমলা লাল 
তবে বুঝি 
এ ক্ষয় চলবে অনন্তকাল 
কিংবা যদি হয় আগুন রাঙা 
মনের কোন যেন আছে 
উদাস করা গল্পখানা 
এক যে ছিল রাজকন্যে 
না,না, রাজকন্যা নয়  সে মেয়ে 
সে ছিল এক দুরন্ত বিকেল 
কখন আসে , কখন যায় 
কেউ জানে না 


তখন বুঝি সন্ধ্যা হলো 
রাত্রি নামে - রাত্রি নামে 
হারিয়ে গেলো 
আর তো তারে কেউ পেলো না

Wednesday, June 27, 2018

আরাধিকা

আরাধিকা

প্রাণের ঠাকুর রবি ঠাকুর,ভাষার ঠাকুরও তুমি
স্বপ্ন দেখিতোমার ভাষায়,জাগরণেও তুমি
তোমার কথায় হেসে উঠি আর তোমাতেই খুঁজি সুখ
একি মন্থন ! করি রোমন্থন ভুলে যাই যত দুঃখ
যতই পরি রঙীন কাজল , অলীক ফানুস ওড়াই
কুড়িয়ে পাওয়া নুড়িগুলি দিনশেষে যদি মেলাই
শূণ্য সবই,শূণ্য যে পাই,বিশ্বাসে নেই ভিত
রবি ঠাকুর,তুমি,এ কি করেছ,জীবনে তুমি কি মিথ!
তোমার পাগলা মেহের আলি এসে একবার যদি বলে
'সব ঝুট হ্যায়,তফাত্ যাওগো,তফাত্চ যাওগো চলে'
মনে হয় যেন আর জন্মেও 'ঝুট' থেকে যাব সরে
বিশ্বাস কর ঠাকুর তুমি মর্মে রয়েছি মরে
মর্মবেদনা কাকে বলি আর দিনশেষে তোমার পূজায়
আরাধনা করি - দয়া কর ঠাকুর,জাগ্রত কর চেতনায় ।