Sunday, July 1, 2018

পথহারা


পথহারা 




অনেকটা পথ পেরিয়ে এলাম
ছোট-বড় শিরা-উপশিরায় চিত্রলেখ সব
আড়ি দিয়ে গেছে আমায় এক টুকরো রোদ
অলস মধ্যাহ্ন পরে আছে নিঝুম নিরালায়
জানালায় ঝুলে আছে আস্ত বিকেল


হাতছানি দিয়ে যায় প্রজাপতির পাখা
শীত আসে শীত যায় , খড়ি ওঠা হাত
মসৃন হয়ে আসে সময়ের সাথে


নিক্তিতে ওজন করি চাওয়া-পাওয়ার
চুলচেরা বিশ্লেষণে মনের পতন
হারিয়ে গেছে কবে জলছবি দিন
দুচোঁখে বাষ্প ঘনায় , অদূর সাগর ।

1 comment: