Sunday, July 1, 2018

আত্মজ



আত্মজ


অন্ধকারে গুটিসুটি মেরে
কোন গহ্বরে রয়েছ আবিষ্ট , সাধনা আমার , 
তখনও বুঝিনি প্রেম , 'ভালোবাসা কারে কয়'
দিন়ভোর খড়কুটো কুড়ানোর খেলা
জমে যায় খড়কুটো , ধুলো জমে ওঠে
তখনও অপেক্ষা তোমার - প্রেম !

তারপর আসে একদিন , নক্ষত্রের দীপ্তিসম - 
নায়ক তরুন , রক্তিম রাত্রিও বিষাক্ত নীল
তবু আহ্বান , নবাগত , পূর্ণ কর
এসো সঙ্গোপনে , নিভৃতে , একান্ত আপনার ঘরে
অনুভব করি তোমায়
দিনে দিনে বেড়ে ওঠো , সাধনা আমার
তারপর - সাড়ম্বরে ঘোষনা তোমার - 
দৃপ্ত চক্ষু মেলে -
তুমি শাশ্বত সাধনার ধন
আবাল্য পরিচিত শরীরের
শুধু একটি কণা
আমার সন্তান ।।