Monday, July 2, 2018

হাতছানি

হাতছানি





মাঝরাতে ঘুম ভাঙে , গোঙানিয়া সুর
দূরে দূরে কালপেঁচার তীক্ষ্ণ বিলাপ
রাত্রির নিস্তব্ধতা ছিন্নভিন্ন হয়
চারিদিকে সুসজ্জিত স্বপ্নবাসর
ভীমরুলের তীক্ষ্ণ দংশন হৃদয়কোনে
পথহারা সঙ্গীহারা অবলা পাখি
আতঙ্কে আতঙ্কে ফেরে বনে বনে 
ঘুমহীন ক্লান্তি নামে শরীর জুড়ে
ডানায় তার হাজার যুগের ভার
চোখে আসে অন্ধকার কুয়াশা শুধু
কোন পথে এসেছিল , যাবে কোথায় আর
অনেকদিন পায়নি সে মাটির ঘ্রাণ
কত দূর , আর কত দূর -
সুমিষ্ট আহারও যেন নিমতেতো
ময়ূরকন্ঠী আশা হাতছানি দেয় ।