Wednesday, June 27, 2018

আরাধিকা

আরাধিকা

প্রাণের ঠাকুর রবি ঠাকুর,ভাষার ঠাকুরও তুমি
স্বপ্ন দেখিতোমার ভাষায়,জাগরণেও তুমি
তোমার কথায় হেসে উঠি আর তোমাতেই খুঁজি সুখ
একি মন্থন ! করি রোমন্থন ভুলে যাই যত দুঃখ
যতই পরি রঙীন কাজল , অলীক ফানুস ওড়াই
কুড়িয়ে পাওয়া নুড়িগুলি দিনশেষে যদি মেলাই
শূণ্য সবই,শূণ্য যে পাই,বিশ্বাসে নেই ভিত
রবি ঠাকুর,তুমি,এ কি করেছ,জীবনে তুমি কি মিথ!
তোমার পাগলা মেহের আলি এসে একবার যদি বলে
'সব ঝুট হ্যায়,তফাত্ যাওগো,তফাত্চ যাওগো চলে'
মনে হয় যেন আর জন্মেও 'ঝুট' থেকে যাব সরে
বিশ্বাস কর ঠাকুর তুমি মর্মে রয়েছি মরে
মর্মবেদনা কাকে বলি আর দিনশেষে তোমার পূজায়
আরাধনা করি - দয়া কর ঠাকুর,জাগ্রত কর চেতনায় ।

No comments: