Wednesday, July 4, 2018

কান্না ভেজা বিকেল



কান্না ভেজা বিকেল 


কান্না ছাড়া আর কি আছে দেবার
কান্না আম়ার উজান টানে বয়
কান্না ভেজা ধূসর পৃথিবী আমার
অবহেলায় আরো ধূসর হয়

সোনাঝরা সেই শান্ত বিকেলবেলা
হঠাত্ করে কালো মেঘের মোড়ক
দমকা হাওয়ায় ওলট পালট সব
তোমার চোঁখে বিদ্যুতের ঝলক

প্রশ্ন যখন অধিকারের হয়
সব ঠিকানা নিমেষে মিলায়
অবাক চোখে দেখি বিশ্বখানা
প্রেম আমার মরিচীকা হয় ।

No comments: