Friday, March 31, 2023

নিবারণ চন্দ্র দাস

 স্বজন   
নিবারণ চন্দ্র দাস
৩০/০৩/২০২৩
কাঁটাতারের এপার ওপার আমার বাংলা মা,
আয় রে তোরা আমার মায়ের স্বরূপ দেখে যা।
হেথায় সাগর নদী পাহাড় সবুজ ঘেরা গাঁ,
বিভাজ্য নয়,বিনি সুতোয় বাঁধা ঠিকানা।

ভাইয়ে ভাইয়ে বিভেদ বাঁধায় ওই যে কাঁটাতার,
ভাই বোনে তে হয় না মিলন,এপার আর ওপার।
নদী সাগর আকাশ পাহাড় সবুজ বনলতা,
মিলন সুরে যায় যে বলে হৃদয় কথকতা।

ওপারে মোর রইলো স্বজন,এপারে রই পড়ে,
মনে ভাবি এই দূরত্ব ঘুচবে কেমন করে।
কে দিলো রে ওই কাঁটাতার আত্ম বিভাজন,
ওপারে তে ভাই যে আমার,চায় যেতে এই মন।

ওই পারে তে মা যে আমার এই পারেও মা,
দুই পারেতেই আছে মোদের খুশির ঠিকানা।
আম কাঁঠাল আর শিমুল পলাশ এপার ওপার জুড়ে,
পাই না যেতে ওই পারে তে মন যে আমার পুড়ে।

ওরাও বলে বাংলাভাষা আমরা বলি তাই,
মোদের মায়ের মুখের ভাষার নাই তুলনা নাই।
এই পারে তে যে নদী তার যোগায় প্রাণের সুধা,
সেই নদীটা ওপারেও মেটায় প্রাণের ক্ষুধা।

হেথায় চাষী যেমন করে ফলায় ফসল আজও,
ওই পারে তে তেমনি চলে চাষাবাদের কাজও।
হেথায় ফলে সোনার ফসল,হোথায় ফলে তাই,
এপার ওপার দু'পার মিলে আমরা বোন আর ভাই।
                               :::-:::

Thursday, March 30, 2023

ডি. সি. মন্ডল



"আশায় মনটা বাঁচে"
               ডি, সি, মন্ডল
               ২৮/০৪/২৪/খ্রিঃ
সবুজ শ্যামল বিছায় আঁচল
বাংলা মায়ের চোখের কাঁজল
কত সুন্দর শোভা,
চারদিকেতে ফুটছে যে ফুল
রঙের আলোয় ভরছে সে কূল
হৃদয় মনোলোভা।

ভাসছে যে মেঘ আকাশ তলে
পড়ছে বৃষ্টি ভাসছে জলে
মাটির যে ঘ্রাণ আসে,
গাছ- গাছালির নানান বর্ণে
ভরছে যে মন  অরূপ স্বর্ণে
পাখ- পাখালি হাসে।

নানান রূপে  গড়ছে ধরা
ফসলে আজ দেশটি ভরা
স্বস্তি মনে লাগে,
প্রাণ যে সকল দিচ্ছে সাড়া
সৃষ্টির  এমন  সুদূর  ধারা
রইছে মোদের ভাগে।

পরাণ মাঝে বইছে সে সুখ
নতুন বছর কাটছে যে দুখ
আশায় মনটি বাঁচে,
তুলছে ফসল আনছে ঘরে
উঠান  বাড়ি  সকল  ভরে
জীবনটা যে সাচে।

দিলীপ ঘোষ -- সেভেন পয়েন্টে দাঁড়িয়ে জীবন

সেভেন পয়েন্টে দাঁড়িয়ে  জীবন 
দিলীপ  ঘোষ 
২৯/০৩/২৩
আশার উঁচু নীচু পথে রাগী হাঁটা  হেঁটে
ক্লান্ত নিখিলেশ,
পার্ক সার্কাসের সেভেন পয়েন্টে দাঁড়িয়ে
পথ খুঁজছে  পথ হারিয়ে 
সাথীরা ফিরে গেছে নিজস্ব  ঠিকানায়
মধু রাত কাটিয়ে ।

অনেকগুলো ছোট গল্প সাজিয়ে
লেখা উপন্যাস, হাতে নিয়ে দাঁড়িয়ে 
জীবন্ত  কিছু প্রশ্নের উত্তর  খুঁজছে  বারেবারে
স্মৃতির  অপারেশন চলছে, সুমুদ্র তটে দাঁড়িয়ে ।

নিখিলেশের আকাশে নীম্নচাপের ঝড় বৃষ্টি 
ঝড়ের তান্ডব মনে প্রানে
কনকনে শীতের মত কতকগুলি জিজ্ঞাসা 
দুপুরের রোদ্দুর খোঁজে 
সাথীরা তখন চলে গেছে আসব বলে ।

নিখিলেশ দাঁড়িয়ে  উত্তরহীন প্রশ্ন  নিয়ে
দাঁড়ি কামায় ভোঁতা  ব্লেড দিয়ে
যেন এক পরাজিত সৈনিক 
যুদ্ধে জয়ী সেনাপতির দুয়ারে
সেভেন পয়েন্টে হাঁটছে জীবন , হামাগুড়ি দিয়ে ।

Tuesday, March 28, 2023

মানব মিশ্র

 অশ্রু ঝরায় আশা
 মানব মিশ্র
২৭/০৩/২০২৩
প্রকৃতি পরমা - এ কোন উপমা
ছিন্নভিন্ন রূপে,
সঞ্চিত আশা - হয়ে নিরাশা
অশ্রু ঝরায় নিশ্চুপে।
গোধূলি লগনে - খুশির পবনে
পরাণে দিল যে দোলা,
প্রেমের পরশে - মধুর আবেশে
হৃদয়ের দ্বার খোলা।
কমল কলি - ডাকিয়া অলি
তারে মধুর সম্ভাষণে,
বলে আগামী ভোরে - এসো মোর দ্বারে
মধু আহরণে।
রজনীর দ্বারে রজনীগন্ধা
শুভ্র পাঁপড়ি মেলে,
সোনালী কিরণ - করবে বরণ
রূপের আলো জ্বেলে।
অমাবশ্যা তিথি - গায় ভক্তিগীতি
আর জনমে জবা হবো,
রক্তিম পাঁপড়ি মেলে - বিকশিত জবা বলে
কখন মায়ের চরণ ছোঁবো !
ঐ তরুলতা - মেলে কচি পাতা
আঁকড়ে ধরে অবলম্বনে,
ছিল যত চাওয়া - হলো আজি পাওয়া
এ মধুর প্রেম আলিঙ্গনে।
ঐ কালো আঁখি - সর্বনাশী বৈশাখী
ভয়ঙ্করী রূপ ধরে,
অশান্ত চিত্ত - তাণ্ডব নৃত্য
নাচিবে প্রকৃতি পরে।
অশনির ঝলকানি - বিকট বজ্রধ্বনি
নাচে বৈশাখী প্রলয়ঙ্করী রূপে,
সঞ্চিত আশা - হয়ে নিরাশা
অশ্রু ঝরায় নীরবে নিশ্চুপে।
প্রকৃতি পরমা - এ কোন উপমা
ছিন্নভিন্ন রূপে,
সঞ্চিত আশা - হয়ে নিরাশা
অশ্রু ঝরায় নিশ্চুপে।
গোধূলি লগনে - খুশির পবনে
পরাণে দিল যে দোলা,
প্রেমের পরশে - মধুর আবেশে
হৃদয়ের দ্বার খোলা।
কমল কলি - ডাকিয়া অলি
তারে মধুর সম্ভাষণে,
বলে আগামী ভোরে - এসো মোর দ্বারে
মধু আহরণে।
রজনীর দ্বারে রজনীগন্ধা
শুভ্র পাঁপড়ি মেলে,
সোনালী কিরণ - করবে বরণ
রূপের আলো জ্বেলে।
অমাবশ্যা তিথি - গায় ভক্তিগীতি
আর জনমে জবা হবো,
রক্তিম পাঁপড়ি মেলে - বিকশিত জবা বলে
কখন মায়ের চরণ ছোঁবো !
ঐ তরুলতা - মেলে কচি পাতা
আঁকড়ে ধরে অবলম্বনে,
ছিল যত চাওয়া - হলো আজি পাওয়া
এ মধুর প্রেম আলিঙ্গনে।
ঐ কালো আঁখি - সর্বনাশী বৈশাখী
ভয়ঙ্করী রূপ ধরে,
অশান্ত চিত্ত - তাণ্ডব নৃত্য
নাচিবে প্রকৃতি পরে।
অশনির ঝলকানি - বিকট বজ্রধ্বনি
নাচে বৈশাখী প্রলয়ঙ্করী রূপে,
সঞ্চিত আশা - হয়ে নিরাশা
অশ্রু ঝরায় নীরবে নিশ্চুপে।

Friday, March 24, 2023

 যদি হতেম নদী
শান্তি পদ মাহান্তী
২৩/০৩/২০২৩

আমি যদি হতেম নদী
স্বচ্ছ জলে ভরা,
মরুর বুকে যেতাম ঢুকে
লয়ে জলের ধারা।

আমার পলি ঢাকতো বালি
জমতো মরুর বুকে,
আমার জলে ফুলে ফলে
দুলতো সবুজ সুখে।

ভাটার টানে নিতাম টেনে
চোখের যতো পানি,
ভর জোয়ারে দিতাম ভরে
শুষ্ক হৃদয় খানি।

যেতাম ছুটে পাহাড় টুটে
ফেনা তুলে বাঁকে,
মোহনাতে মিশে যেতে
নীল সাগরের ডাকে।

সব অহঙ্কার গর্ব আমার
মিথ্যা সকল ছেড়ে,
সব দীনতা মলিনতা
দিতাম উজাড় করে।

সাগর জলে দিতাম ঢেলে
আমার বুকের ধারা,
ক্ষুদ্র আমি সাগর চুমি
হয়ে যেতাম হারা।

Thursday, March 23, 2023

দিলীপ ঘোষ


উদাসীন
দিলীপ  ঘোষ
২২/০৩/২৩
শরীরহীন কিছু আশা হাঁটে রাজপথে
রাস্তা পারাপার করতে গিয়ে
আটকে যায় সিগন্যালে
জীবন্ত অভিজ্ঞতা  বলে, --
আশা মারা গেছে কোনকালে ।

তুলোর বীজের মত মন ওড়ে আকাশে
দীর্ঘশ্বাস লাগে শরৎকালে
ফাগুন যখন জন্ম নেয় হৃদয়ে 
বসন্ত তখন  পৃথিবী  ছেড়ে গেছে পরকালে ।

একটা অভিমানী পিপাসার গর্ভে
জন্ম নেয় অবৈধ  সন্তান
হতাশার শক্ত পাথরে কপাল ঠোকে
ধ্রুপদী  অহংকারের সম্মান ।

Wednesday, March 22, 2023

কবিতারা
কাকলী
২০/০৩/২৩



যখন আগুন জ্বলে বসন্তের বুকে,
যখন ফাগুন উড়ে শিমুলের ডালে,
নিভে আসা সূর্যকে সাক্ষী করে,
কিছু কথা ঠোঁটে নিয়ে উড়ে যায় পাখিরা ঘরে,
ঠিক তখনই ঠিক তখনই আসে কবিতারা,
ধীর পায়ে মেঘের কোল ঘেঁসে,
রাত বাড়লে শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন,
ঠিক তখনই কবিতারা জেগে ওঠে চাঁদের আলোর সাথে,
দূর বহুদূর থেকে ভেসে আসা সঙ্গীতের মূর্ছনায় সাথে,
শিরায় শিরায় প্রবাহিত হয় রক্তস্রোতের সাথে,
আবার কখনো হারিয়ে যায় কুয়াশা ঘেরা পাহাড়ি পথে,
ধাপে ধাপে কুয়াশা রেখে যায় সূর্যের অপেক্ষাতে,
যদি কখনো বৃষ্টি হয় মাঝরাতে,
জলের আলপনা কাঁচের শার্শিতে,
কবিতা তখন ঘুম ভেঙে জেগে ওঠে,
হাজার বছরের জমে থাকা যন্ত্রণার সাথে,
উড়ে যায় শুকনো পাতার মতো ঝড়ের বুকে,
অস্তিত্বহীন কাঠামোয় নিজের অস্তিত্ব খুঁজে নিতে,
ভিজে যাওয়া অনুভূতি গুলো শব্দের বাঁধনে বেঁধে,
জেগে ওঠে কবিতারা জ্বলন্ত হৃদয় থেকে,
শত সহস্র বছরের কল্পনার জাল ভেদ করে,
ভাঙ্গা ঘরের ভাঙ্গা জানলায় জোৎস্নায় ভিজে ভিজে,
আবার কবিতারা হারিয়েও যায়, জীবন পথের বাঁকে,
কোনো এক অচেনা রাস্তাতে হাত ছেড়ে দেওয়া স্বপ্নের ডাকে,
হারিয়ে যায় জীবন থেকে নোনা জলে ভেসে ভেসে,
ঘুমিয়ে পড়ে কবরে গভীর নিদ্রাতে চিরকালের তরে।