উদাসীন
দিলীপ ঘোষ
২২/০৩/২৩
শরীরহীন কিছু আশা হাঁটে রাজপথে
রাস্তা পারাপার করতে গিয়ে
আটকে যায় সিগন্যালে
জীবন্ত অভিজ্ঞতা বলে, --
আশা মারা গেছে কোনকালে ।
তুলোর বীজের মত মন ওড়ে আকাশে
দীর্ঘশ্বাস লাগে শরৎকালে
ফাগুন যখন জন্ম নেয় হৃদয়ে
বসন্ত তখন পৃথিবী ছেড়ে গেছে পরকালে ।
একটা অভিমানী পিপাসার গর্ভে
জন্ম নেয় অবৈধ সন্তান
হতাশার শক্ত পাথরে কপাল ঠোকে
ধ্রুপদী অহংকারের সম্মান ।
No comments:
Post a Comment