যদি হতেম নদী
শান্তি পদ মাহান্তী
২৩/০৩/২০২৩
আমি যদি হতেম নদী
স্বচ্ছ জলে ভরা,
মরুর বুকে যেতাম ঢুকে
লয়ে জলের ধারা।
আমার পলি ঢাকতো বালি
জমতো মরুর বুকে,
আমার জলে ফুলে ফলে
দুলতো সবুজ সুখে।
ভাটার টানে নিতাম টেনে
চোখের যতো পানি,
ভর জোয়ারে দিতাম ভরে
শুষ্ক হৃদয় খানি।
যেতাম ছুটে পাহাড় টুটে
ফেনা তুলে বাঁকে,
মোহনাতে মিশে যেতে
নীল সাগরের ডাকে।
সব অহঙ্কার গর্ব আমার
মিথ্যা সকল ছেড়ে,
সব দীনতা মলিনতা
দিতাম উজাড় করে।
সাগর জলে দিতাম ঢেলে
আমার বুকের ধারা,
ক্ষুদ্র আমি সাগর চুমি
হয়ে যেতাম হারা।
No comments:
Post a Comment