সেভেন পয়েন্টে দাঁড়িয়ে জীবন
দিলীপ ঘোষ
২৯/০৩/২৩
আশার উঁচু নীচু পথে রাগী হাঁটা হেঁটে
ক্লান্ত নিখিলেশ,
পার্ক সার্কাসের সেভেন পয়েন্টে দাঁড়িয়ে
পথ খুঁজছে পথ হারিয়ে
সাথীরা ফিরে গেছে নিজস্ব ঠিকানায়
মধু রাত কাটিয়ে ।
অনেকগুলো ছোট গল্প সাজিয়ে
লেখা উপন্যাস, হাতে নিয়ে দাঁড়িয়ে
জীবন্ত কিছু প্রশ্নের উত্তর খুঁজছে বারেবারে
স্মৃতির অপারেশন চলছে, সুমুদ্র তটে দাঁড়িয়ে ।
নিখিলেশের আকাশে নীম্নচাপের ঝড় বৃষ্টি
ঝড়ের তান্ডব মনে প্রানে
কনকনে শীতের মত কতকগুলি জিজ্ঞাসা
দুপুরের রোদ্দুর খোঁজে
সাথীরা তখন চলে গেছে আসব বলে ।
নিখিলেশ দাঁড়িয়ে উত্তরহীন প্রশ্ন নিয়ে
দাঁড়ি কামায় ভোঁতা ব্লেড দিয়ে
যেন এক পরাজিত সৈনিক
যুদ্ধে জয়ী সেনাপতির দুয়ারে
সেভেন পয়েন্টে হাঁটছে জীবন , হামাগুড়ি দিয়ে ।
No comments:
Post a Comment