অশ্রু ঝরায় আশা
মানব মিশ্র
২৭/০৩/২০২৩
প্রকৃতি পরমা - এ কোন উপমা
ছিন্নভিন্ন রূপে,
সঞ্চিত আশা - হয়ে নিরাশা
অশ্রু ঝরায় নিশ্চুপে।
গোধূলি লগনে - খুশির পবনে
পরাণে দিল যে দোলা,
প্রেমের পরশে - মধুর আবেশে
হৃদয়ের দ্বার খোলা।
কমল কলি - ডাকিয়া অলি
তারে মধুর সম্ভাষণে,
বলে আগামী ভোরে - এসো মোর দ্বারে
মধু আহরণে।
রজনীর দ্বারে রজনীগন্ধা
শুভ্র পাঁপড়ি মেলে,
সোনালী কিরণ - করবে বরণ
রূপের আলো জ্বেলে।
অমাবশ্যা তিথি - গায় ভক্তিগীতি
আর জনমে জবা হবো,
রক্তিম পাঁপড়ি মেলে - বিকশিত জবা বলে
কখন মায়ের চরণ ছোঁবো !
ঐ তরুলতা - মেলে কচি পাতা
আঁকড়ে ধরে অবলম্বনে,
ছিল যত চাওয়া - হলো আজি পাওয়া
এ মধুর প্রেম আলিঙ্গনে।
ঐ কালো আঁখি - সর্বনাশী বৈশাখী
ভয়ঙ্করী রূপ ধরে,
অশান্ত চিত্ত - তাণ্ডব নৃত্য
নাচিবে প্রকৃতি পরে।
অশনির ঝলকানি - বিকট বজ্রধ্বনি
নাচে বৈশাখী প্রলয়ঙ্করী রূপে,
সঞ্চিত আশা - হয়ে নিরাশা
অশ্রু ঝরায় নীরবে নিশ্চুপে।
প্রকৃতি পরমা - এ কোন উপমা
ছিন্নভিন্ন রূপে,
সঞ্চিত আশা - হয়ে নিরাশা
অশ্রু ঝরায় নিশ্চুপে।
গোধূলি লগনে - খুশির পবনে
পরাণে দিল যে দোলা,
প্রেমের পরশে - মধুর আবেশে
হৃদয়ের দ্বার খোলা।
কমল কলি - ডাকিয়া অলি
তারে মধুর সম্ভাষণে,
বলে আগামী ভোরে - এসো মোর দ্বারে
মধু আহরণে।
রজনীর দ্বারে রজনীগন্ধা
শুভ্র পাঁপড়ি মেলে,
সোনালী কিরণ - করবে বরণ
রূপের আলো জ্বেলে।
অমাবশ্যা তিথি - গায় ভক্তিগীতি
আর জনমে জবা হবো,
রক্তিম পাঁপড়ি মেলে - বিকশিত জবা বলে
কখন মায়ের চরণ ছোঁবো !
ঐ তরুলতা - মেলে কচি পাতা
আঁকড়ে ধরে অবলম্বনে,
ছিল যত চাওয়া - হলো আজি পাওয়া
এ মধুর প্রেম আলিঙ্গনে।
ঐ কালো আঁখি - সর্বনাশী বৈশাখী
ভয়ঙ্করী রূপ ধরে,
অশান্ত চিত্ত - তাণ্ডব নৃত্য
নাচিবে প্রকৃতি পরে।
অশনির ঝলকানি - বিকট বজ্রধ্বনি
নাচে বৈশাখী প্রলয়ঙ্করী রূপে,
সঞ্চিত আশা - হয়ে নিরাশা
অশ্রু ঝরায় নীরবে নিশ্চুপে।
No comments:
Post a Comment