Thursday, March 30, 2023

ডি. সি. মন্ডল



"আশায় মনটা বাঁচে"
               ডি, সি, মন্ডল
               ২৮/০৪/২৪/খ্রিঃ
সবুজ শ্যামল বিছায় আঁচল
বাংলা মায়ের চোখের কাঁজল
কত সুন্দর শোভা,
চারদিকেতে ফুটছে যে ফুল
রঙের আলোয় ভরছে সে কূল
হৃদয় মনোলোভা।

ভাসছে যে মেঘ আকাশ তলে
পড়ছে বৃষ্টি ভাসছে জলে
মাটির যে ঘ্রাণ আসে,
গাছ- গাছালির নানান বর্ণে
ভরছে যে মন  অরূপ স্বর্ণে
পাখ- পাখালি হাসে।

নানান রূপে  গড়ছে ধরা
ফসলে আজ দেশটি ভরা
স্বস্তি মনে লাগে,
প্রাণ যে সকল দিচ্ছে সাড়া
সৃষ্টির  এমন  সুদূর  ধারা
রইছে মোদের ভাগে।

পরাণ মাঝে বইছে সে সুখ
নতুন বছর কাটছে যে দুখ
আশায় মনটি বাঁচে,
তুলছে ফসল আনছে ঘরে
উঠান  বাড়ি  সকল  ভরে
জীবনটা যে সাচে।

No comments: