Thursday, September 24, 2020

বাজবে তোমার আলোর বেনু


বাজবে তোমার আলোর বেনু


শ্রাবণের সিঁদকাঠি নিয়ে গেছে ভাদ্রের আকাশ
চলে গোপনে অভিসার
এক আকাশ ভাদ্র সাথে ভিজব বলে নামি
হাতছানি শরতের আলোর
আলোর ফুলকি ছোটে কোনায় কোনায়
কাশেরা মেলেছে ডানা উদ্ধত কিশোর
পদ্মের মধু জমে নিষ্কলুশ বিলে
চকোর-চকোরী-মন হাওয়াতে লুটায়
অবাক চেয়ে থাকি ক্রোসান্ডার গুচ্ছে
চোখের মলিনতা চকিতে পালায়

তবু তো আশঙ্কা করে বেড়াল-মন
গুঁটিশুটি ঘরের কোনে অতিমারির কোপ
আশঙ্কায় মলিন নয় শারদীয়ার চাঁদ
আসবে , আসবে শুভক্ষণ ------

আলোর বেনু আবার পরিপূর্ণ হব ।

Tuesday, September 22, 2020

এক পৃথিবী আলো

এক পৃথিবী আলো


তুই যে আমার আঁধার রাতের 
আকাশ তারায় ভরা ,
বুকের মাঝে উতল হাওয়া
স্নেহমাখা ধরা ।

তোর ঐ স্নিগ্ধ মুখের 'পরে
শরৎশশীর ছায়া ,
কোন যাদুতে আলো ছড়ায়
কি তার মোহ মায়া ।

সোনারোদের সোহাগঝরা
তুই আদরের ধন ,
তোরই জন্য আছে আমার 
সারাটি জীবন ।

ছোট্ট ছোট্ট চোখে যে তোর
এক পৃথিবী আশা ,
তোরই জন্য ছন্দ আমার
আমার প্রাণের ভাষা ।

তুই যে আমার নয়নভোলা
এক পৃথিবী আলো ,
তোকে ছাড়া বিশ্ব ভুবন
অমাবস্যার কালো ।

Thursday, September 17, 2020

রসিক দাদু

রসিক দাদু


দাদু আমার রসিক বড়ো
আস্ত রসের হাঁড়ি ,
এই বয়সে কোঁচা মেরে
গেল শ্বশুর বাড়ি ।

শালী বলে খোঁজ নাও না যে ,
তোমার সাথে আড়ি ---
দিদি এলো তাই বুঝি বা
এলে শ্বশুর বাড়ি ?

মিটিমিটি হাসে দাদু
শালীর পাশে বসে ,
গাল গড়িয়ে ভেজে জামা
মিষ্টি পানের রসে ।

দুদিন হলো দিদি তোমার
দিয়েছে গা ঢাকা ,
তাকে ছাড়া জীবন আমার 
এক্কেবারে ফাঁকা ।

দাদুর কথা শুনে দিদা
মিটিমিটি হাসে ,
সবাই তাকে বসিয়ে দেয়
রসিক দাদুর পাশে ।

Saturday, September 12, 2020

মৃত্যু

মৃত্যু

Death Wallpapers - Top Free Death Backgrounds - WallpaperAccess

মৃত্যু আমার অতন্দ্র প্রহরী
শিয়রে রয়েছে জেগে
দিনমান , যত , কাটে তার সাথে
কত রাগে - অনুরাগে ।
কভু আঁখি ছল , ব্যথিত সজল
অশ্রু ম্রিয়মান
কখনো তীব্র তীক্ষ্ণ দৃপ্ত
উদ্ধত বলীয়ান ।

মৃত্যু আমার প্রেমিক পুরুষ
সোহাগে মাতায় মন
মৃত্যু আমার কত আদরের
স্নেহের পরম ধন 
আমি মৃত্যুকে দেখেছি কত
চিরন্তনের মাঝে
মৃত্যু এসেছে বারে বারে দ্বারে
নিত্য নতুন সাজে ।

তবুও মৃত্যু অসীম অনন্তে
রয়েছে লুকিয়ে আজো
দিন হলো শেষ , রাত্রি অশেষ
শেষ হয়নি যে কাজও ।


Saturday, September 5, 2020

বারমাস্যা

বারমাস্যা








পুড়ছে দেখো 
পথের ধুলো
পুড়ছে কত খড়কুটো
তার সঙ্গে মন যে পোড়ে
সুতোয় বাঁধা তারদুটো
একটা তারে সুর ওঠে কি
অন্য তারটাও জুড়তে হয়
চন্দ্র সূর্য দুয়ের খেলায়
জগৎ সদা আলোকময় ।
যদিও আসে অমাবস্যা
ক্ষণিক অভিমানের পালা
পূর্ণিমা চাঁদ হাসে যখন 
জুড়ায় না কি সকল জ্বালা ?
যদিও চাঁদে কলঙ্ক আছে
সূর্যের তেজে বিশ্ব জ্বলে
তার মায়াতেই ভুবন হাসে
বিশ্ব ভরে ফুলে ও ফলে ।
যতই জ্বলুক , যতই পুরুক
যতই ঘনাক অমাবস্যা
এসব নিয়েই পূর্ণ হবে
জীবনের এই বারমাস্যা ।


Tuesday, September 1, 2020

আমি হবো রাজার রাজা

আমি হবো রাজার রাজা




মেঘের পানসি বেয়ে একদিন
মেঘের বাড়ি যাব
মেঘের
 মাঝে লুকিয়ে থাকা 
মেঘপরিদের পাবো ।
পানসিখানি বেঁধে রেখে
নামব মেঘের ঘাটে
মেঘপরিদের সাথে সাথে
ছুটব মেঘের মাঠে
ছুটব ওদের ডানায় ডানায় ,
সোনার ঘুড়ি চড়ে
পেরিয়ে যাবো সাত সমুদ্র
ছু-মন্তর করে ।
পরির যাদুকাঠি আমায় 
ভুলিয়ে দেবে সব 
ভুলবো যত হট্টমেলা ,
ভুলবো কলরব
ভুলবো আমি শাসন-ত্রাসন
ভুলব অনাহার
ভুলব যত নোংরামি আর
ভুলব অবিচার ।
ভাবব না আর অনাহারী
পথশিশুদের দুঃখ
কান্নাভেজা ক্ষুধার্তদের
শুষ্ক পাংশু মুখও ।
তখন আমি রাজার রাজা
যাদুময় হাত
এক যাদুতেই সবাই পাবে
থালা ভর্তি ভাত ।
যে মেয়েটা হারিয়ে গেছে
জংলা বনের ধারে
মায়ের বুকে , বাবার প্রাণে
খুশি কি আর ঝরে ?
বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো
প্রাণকাড়াদের সাজা
দেবই  দেব , তিন সত্য ---
নইলে কিসের রাজা?