Saturday, March 30, 2019

রঙের ভোরে

রঙের ভোরে

তোমার জন্য একমুঠো রঙ করব চুরি
পলাশ অশোক শিমূল থেকে
তোমার জন্য নীল আকাশে হাত বাড়াব
রামধনু রঙ আনব ডেকে
যেখানে যত রঙের বাহার খুঁজতে যাব
প্রজাপতির পিঠে চেপে
কৃষ্ণচূড়া খবর পাঠায় আমন্ত্রনের
চিড়ল পাতা উঠছে কেঁপে
তোমার জন্য ডাক পাঠালো
অমলতাস আর হাসনুহানা
তোমার জন্য লক্ষ ফুলের সমারোহ
নাম না জানা
তোমার জন্য বুক ভরা ঢেউ
উথাল পাথাল
তোমার জন্য গোষ্ঠে চলে
ব্রজের রাখাল
তোমার জন্য রঙ আবিরে
হোলি খেলা
তোমার জন্য সুজন কুজন
বহুজনের প্রাণের মেলা
তুমি আসো বছর পরে
একটি বারে
তোমার জন্য নতুন করে
আবার বাঁচতে ইচ্ছে করে
তোমার জন্য হাড় কাঁপানো
শীতের রাতে
অপেক্ষা করি , আসবে জানি
নব প্রভাতে
তোমার জন্য প্রকৃতিতে আজ
কত আয়োজন
বসন্ত তুমি হৃদয় জুড়ে 
তুমিই আমার হৃদয়-হরণ ।

Friday, March 29, 2019

মোবাইল প্রেম

মোবাইল প্রেম

ছেলেরা এখন খেলছে না আর
মোবাইল ফোন ধরেছে
সারাটা দিন খুটুর খুটুর
মাঠে খেলা ভুলেছে
মাঠগুলো সব ফাঁকা ফাঁকা
ঘাস গজিয়েছে ঝোপ ঝোপ
মোরের মাথায় , রকে , মাঠে
নেট ওয়ার্কে ফেলছে টোপ
কোন গেমটা কোথায় আছে
প্লে-স্টোরেতে খুঁজছে
সারাটা দিন টুং টাং বিপ
এস এম এস টোন বাজছে
পাশের বাড়ির ননীদাদা
কেমন আছো তুমি
দেখা-সাক্ষাৎ হয়না মোটেই
চলছে ফোনাফুনি
ফোনেই চলছে বিশ্বখোঁজা
গুগুল সব দিয়েছে
বইগুলো তাই অবহেলায়
টেবিলে পড়ে রয়েছে
সরস্বতীর পায়ে এখন
থাকছে না আর বই
মোবাইলগুলো এনে দেরে
ল্যাপটপটা কই
খেলা বলতে আঙুলের কাজ
স্মার্টফোনেতে টাচ
হিরে ফেলে তুলছে ভরে
পকেট ভর্তি কাঁচ
মানিকদাদার ঘরে আছে
তিন বছরের ছেলে
খাওয়া-শোয়া সব বন্ধ
ফোন হাতে না পেলে
দিদির ছেলে অভিরাজ
বয়স মোটে সাত
মোবাইলে গেম খেলাতে
পাকিয়েছে হাত
চোখের সামনে রঙীন জগৎ
বয়স তের জেনো
কথায় কথায় স্ল্যাং ঝরে তার
গুরু লঘু নেই কোনো
এই যদি হয় যুগের হাওয়া
ছেলেবুড়ো সব ---
অল্প দিনেই নুইয়ে যাবে
হারাবে শৈশব ।

Tuesday, March 26, 2019

চিতা বহ্ণিমান

চিতা বহ্ণিমান
                   নির্মাল্য দাশগুপ্ত


এই ফাগুনের পরের ফাগুনে
তোকে নিয়ে
গান গাইব উৎসবের
কথা ছিল
পরবর্তী সমস্ত ফাগুনের
দীপ্যমান শিখ
প্রজ্জ্বলিত করে দেব
আমাদের জীবন সাগরে

তাই তো স্বপ্ন নিয়ে
বসেছিলাম,
ঝরে গেলি তুই

পিশাচরা হেসে হেসে 
কান্না ছড়ায়

জেনো
মানুষের মনে আজ
চিতার আগুন

Wednesday, March 20, 2019

মুক্তির আস্বাদ

মুক্তির আস্বাদ

মনে হয় সন্ধ্যার আরক্তরাগে
সুদীর্ঘক্ষণ ধরে বয়ে চলা সময়ের পাড়ে
মহামুক্তির দেশে আজ আমার উপস্থিতি
শুভ্র বলাকার দেশ সে এক
তার মসৃণ শ্বেতপৃষ্ঠে পিছলে পড়ে
দুপুরের রোদ
সব গ্লানি ঝরে যায় --- সব গ্লানি আজ
বলাকার শুভ্র পালক
প্রাণপনে হাতে নিয়ে
ঘ্রাণ নিই আকাশে মুক্তির ।

Tuesday, March 19, 2019

দিকভ্রান্ত

দিকভ্রান্ত

কাজের ফাঁকে ফাঁকে
ব্যস্ত ঘড়ি চেতনা দিয়ে যায়
অসম্বিত আমি
হারিয়ে ফেলি সময়ের হিসাব
বেনিয়মে ভরিয়ে তুলি
গোটা প্রহর
দিনের উদ্ধত রোদে
ঘুরে বেড়াই মনের কাছে কাছে
রাতের অন্ধকার এসে
ডেকে তোলে জীর্ণ আত্মাকে
জানালা বন্ধ সব
রূদ্ধ দ্বারের কপাট
থেমে যায় এখানে বাতাসের আনাগোনা
পথ হারায় উদ্ভ্রান্ত আলোক ।

Saturday, March 16, 2019

আহা বসন্ত

আহা ! বসন্ত !

বসন্ত , আমার জয়ের মালা 
গাঁথব কি ফুলে আজ
বসন্ত , আমার হৃদয় জুড়ে
দেখি শ্মশানের সাজ
হুহু করে বেলা ধুধু মরুভূমি
শনশন বয় হাওয়া
শূণ্য এ মনে শান্তি বিরাজে
সাঙ্গ চাওয়া পাওয়া


বসন্ত , তোমার রঙের খেলা
আমার চিতার ছাই
শেষ চুম্বন এঁকে দাও শুধু
আর কোনো খেদ নাই ।

Wednesday, March 13, 2019

সংবর্ত

সংবর্ত

তুমি আমায় বলতে পারো অসামাজিক মেয়ে
বলো না হয় আচম্বিতে সৃষ্টিপথ বেয়ে
ছিটকে আসা অবাঞ্ছিত গ্রহ ।


আমি শুধু তোমার মুখে চেয়ে
জীবনপথে পুরনো সে গান গেয়ে
জীবনবিমুখ রইব দুর্বিষহ ।


তোমার চোখে দেখেছিলাম হাজার ধ্রুবতারা
সৃষ্টিপথে লক্ষ্য ছিল , অসীম বাঁধনহারা
আবেগ যেন মহাসাগরের ঢেউ ।


আজকে কেন প্রাসাদ শিখর মনে হচ্ছে কারা
এতোদিনের সু-অভ্যাসে সামিল ছিলো যারা
ফিরবে না আর হাজার ডাকলেও ।