মুক্তির আস্বাদ
মনে হয় সন্ধ্যার আরক্তরাগে
সুদীর্ঘক্ষণ ধরে বয়ে চলা সময়ের পাড়ে
মহামুক্তির দেশে আজ আমার উপস্থিতি
শুভ্র বলাকার দেশ সে এক
তার মসৃণ শ্বেতপৃষ্ঠে পিছলে পড়ে
দুপুরের রোদ
সব গ্লানি ঝরে যায় --- সব গ্লানি আজ
বলাকার শুভ্র পালক
প্রাণপনে হাতে নিয়ে
ঘ্রাণ নিই আকাশে মুক্তির ।
No comments:
Post a Comment