মোবাইল প্রেম
ছেলেরা এখন খেলছে না আর
মোবাইল ফোন ধরেছে
সারাটা দিন খুটুর খুটুর
মাঠে খেলা ভুলেছে
মাঠগুলো সব ফাঁকা ফাঁকা
ঘাস গজিয়েছে ঝোপ ঝোপ
মোরের মাথায় , রকে , মাঠে
নেট ওয়ার্কে ফেলছে টোপ
কোন গেমটা কোথায় আছে
প্লে-স্টোরেতে খুঁজছে
সারাটা দিন টুং টাং বিপ
এস এম এস টোন বাজছে
পাশের বাড়ির ননীদাদা
কেমন আছো তুমি
দেখা-সাক্ষাৎ হয়না মোটেই
চলছে ফোনাফুনি
ফোনেই চলছে বিশ্বখোঁজা
গুগুল সব দিয়েছে
বইগুলো তাই অবহেলায়
টেবিলে পড়ে রয়েছে
সরস্বতীর পায়ে এখন
থাকছে না আর বই
মোবাইলগুলো এনে দেরে
ল্যাপটপটা কই
খেলা বলতে আঙুলের কাজ
স্মার্টফোনেতে টাচ
হিরে ফেলে তুলছে ভরে
পকেট ভর্তি কাঁচ
মানিকদাদার ঘরে আছে
তিন বছরের ছেলে
খাওয়া-শোয়া সব বন্ধ
ফোন হাতে না পেলে
দিদির ছেলে অভিরাজ
বয়স মোটে সাত
মোবাইলে গেম খেলাতে
পাকিয়েছে হাত
চোখের সামনে রঙীন জগৎ
বয়স তের জেনো
কথায় কথায় স্ল্যাং ঝরে তার
গুরু লঘু নেই কোনো
এই যদি হয় যুগের হাওয়া
ছেলেবুড়ো সব ---
অল্প দিনেই নুইয়ে যাবে
হারাবে শৈশব ।
No comments:
Post a Comment