আহা ! বসন্ত !
বসন্ত , আমার জয়ের মালা
গাঁথব কি ফুলে আজ
বসন্ত , আমার হৃদয় জুড়ে
দেখি শ্মশানের সাজ
হুহু করে বেলা ধুধু মরুভূমি
শনশন বয় হাওয়া
শূণ্য এ মনে শান্তি বিরাজে
সাঙ্গ চাওয়া পাওয়া
বসন্ত , তোমার রঙের খেলা
আমার চিতার ছাই
শেষ চুম্বন এঁকে দাও শুধু
আর কোনো খেদ নাই ।
No comments:
Post a Comment