চিতা বহ্ণিমান
নির্মাল্য দাশগুপ্ত
এই ফাগুনের পরের ফাগুনে
তোকে নিয়ে
গান গাইব উৎসবের
কথা ছিল
পরবর্তী সমস্ত ফাগুনের
দীপ্যমান শিখ
প্রজ্জ্বলিত করে দেব
আমাদের জীবন সাগরে
তাই তো স্বপ্ন নিয়ে
বসেছিলাম,
ঝরে গেলি তুই
পিশাচরা হেসে হেসে
কান্না ছড়ায়
জেনো
মানুষের মনে আজ
চিতার আগুন
No comments:
Post a Comment