সংবর্ত
তুমি আমায় বলতে পারো অসামাজিক মেয়ে
বলো না হয় আচম্বিতে সৃষ্টিপথ বেয়ে
ছিটকে আসা অবাঞ্ছিত গ্রহ ।
আমি শুধু তোমার মুখে চেয়ে
জীবনপথে পুরনো সে গান গেয়ে
জীবনবিমুখ রইব দুর্বিষহ ।
তোমার চোখে দেখেছিলাম হাজার ধ্রুবতারা
সৃষ্টিপথে লক্ষ্য ছিল , অসীম বাঁধনহারা
আবেগ যেন মহাসাগরের ঢেউ ।
আজকে কেন প্রাসাদ শিখর মনে হচ্ছে কারা
এতোদিনের সু-অভ্যাসে সামিল ছিলো যারা
ফিরবে না আর হাজার ডাকলেও ।
No comments:
Post a Comment