Saturday, March 30, 2019

রঙের ভোরে

রঙের ভোরে

তোমার জন্য একমুঠো রঙ করব চুরি
পলাশ অশোক শিমূল থেকে
তোমার জন্য নীল আকাশে হাত বাড়াব
রামধনু রঙ আনব ডেকে
যেখানে যত রঙের বাহার খুঁজতে যাব
প্রজাপতির পিঠে চেপে
কৃষ্ণচূড়া খবর পাঠায় আমন্ত্রনের
চিড়ল পাতা উঠছে কেঁপে
তোমার জন্য ডাক পাঠালো
অমলতাস আর হাসনুহানা
তোমার জন্য লক্ষ ফুলের সমারোহ
নাম না জানা
তোমার জন্য বুক ভরা ঢেউ
উথাল পাথাল
তোমার জন্য গোষ্ঠে চলে
ব্রজের রাখাল
তোমার জন্য রঙ আবিরে
হোলি খেলা
তোমার জন্য সুজন কুজন
বহুজনের প্রাণের মেলা
তুমি আসো বছর পরে
একটি বারে
তোমার জন্য নতুন করে
আবার বাঁচতে ইচ্ছে করে
তোমার জন্য হাড় কাঁপানো
শীতের রাতে
অপেক্ষা করি , আসবে জানি
নব প্রভাতে
তোমার জন্য প্রকৃতিতে আজ
কত আয়োজন
বসন্ত তুমি হৃদয় জুড়ে 
তুমিই আমার হৃদয়-হরণ ।

No comments: