ভাইফোঁটা
শ্রীমন্ত দাস
০৪/১১/২০২৪
কতদিন দেখিনি তোকে
আয় না একটি বার ,
বললি তুই আসবি ফিরে
ফোঁটা নিবি আমার।
বড় কাজের দায়িত্বে ছিলি
তুই দাদা আমার ,
তোর কথায় সেনা জোয়ান
লড়তো দুর্ণিবার।
সীমান্তে যুদ্ধে গেলি
ফিরলি না তো আর,
রাখলি না তুই বোনের কথা
ভাবলি না একবার।
মারবি না তুই খাবার সময় ?
মাছের মাথা নিতে ?
খেলার সময় হুড়িয়ে দিয়ে
ভুল করে দান নিতে ?
ও দাদা তুই আয় না ফিরে!
আদর করবি না ?
আগের মতো কাঁদলে আমায়
লজেন্স দিবি না?
বুক ফেটে যায় আজকে আমার,
যখন দিনটা আসে,
যখন সবাই ফোঁটা দেয়
ভাইকে পেয়ে পাশে ।
আজ মনে হয়, যাওয়ার আগে
যদি দিতেম ফোঁটা,
পারতিস না যেতে ছেড়ে
পেরিয়ে যমের কাঁটা।
তোর ছবিটা আমার ঘরে
তাকিয়ে কি সব বলে ,
বলছে বোন ফোঁটা দিবি না?
সব কি গেছিস ভুলে ?
অশ্রু সিক্ত রিক্ত বুকে
দিলাম ফটোয় ফোঁটা ,
যাস না দাদা আমায় ছেড়ে
পেরিয়ে যমের কাঁটা।
No comments:
Post a Comment