Tuesday, November 5, 2024

সভা চলছে -- জাহাঙ্গীর আলম কাজল

সভা চলছে 
জাহাঙ্গীর আলম কাজল
৪/১১/২৪
ওপাশে যেও না কেউ, সভা চলছে 
হ্যাঁ, দারিদ্র হননের সভা, বক্তৃতার বুক ফাটা কান্নার আওয়াজে স্তব্ধ কোলাহল।
বেদনার অনলে দগ্ধ নিষ্পেষিত জনতার কথা চলছে ,
শ্রমিকের কথা চলছে ,
মজুরের কথা চলছে ।
রুখতে হবে বৈষম্য , ভাঙতে হবে ব্যবধানের অবরুদ্ধ দুয়ার
দুর্বার আন্দোলনে গড়তে হবে সুরের ঐক্যতানে 
ভাইয়েরা আমার! সব মজদুর এক হও
আর একবার হাততালি হবে ,
এবারের আন্দোলন ,দারিদ্র্য হননের আন্দোলন 
উঁচু করো শির, থাকবে মুষ্টিবদ্ধ হাতের অঙ্গীকার।
বন্ধুর সাথে বন্ধুত্ব ,শত্রুর সাথে শত্রুতা 
বজায় রেখেই এগোতে হবে, ভয় নেই বন্ধু গণ !
ধনী গরিবের ব্যবধান শূন্যের কোঠায় আনতে আমরা বদ্ধ পরিকর, এ যুদ্ধে জিততে হবেই ।
আর একবার হাততালি হবে, স্লোগান তোলো
জয় নিশ্চিত, সুনিশ্চিত জয়
আরেকবার গর্জে ওঠে নিশ্চিত কর অধিকার।

No comments: