বুকের পাঁজরে দাবানল
ফিরোজ শাহীন আলাল
০৪/১১/২৪
মানচিত্রে থাবার অপেক্ষায় বয়স্ক শকুন
ধারালো নখর ঠোঁট বুভুক্ষু লালসায় ছোবল
উৎকণ্ঠা উদ্বেগ উদ্বেলিত মাতৃভূমি আমার
দূরবীন চোখে জ্বলজ্বল নিশানা আকাশ নীলে চিল
অভেদ্য নিশানায় অপেক্ষার প্রহর!
বুকে চেপে বসেছে জগদ্দল জঙ্গি পাথর
ভেঙ্গে চুরমার অসহিষ্ণু বুকের পাঁজর
তনু মনে সংশয় ষড়যন্ত্রে লিপ্ত মুখোশধারী দুর্বৃত্ত
সন্তর্পণে লোকালয়ে গিরগিটি রঙ পাল্টায় ক্ষণে ক্ষণে
জঙ্গি সন্ত্রাসী তপবনে হায়েনার রেডিয়াম জ্বলজ্বলে চোখ
থাবা বসানোর পাঁয়তারায় লিপ্ত!
মানবতার লেবাসধারী প্রতারক ভন্ড সুশীল
উচ্ছন্নে উদ্ভাসিত অন্ঙ্কুরিত সাম্রাজ্যবাদী আগ্রাসন
দেশপ্রেমী জনতার সোচ্চার হওয়া অত্যাবশ্যক
ষড়যন্ত্রের বিষ বাষ্প ধেয়ে আসছে জনতা সোচ্চার
ভিনদেশী কৈতর ফসলী জমি করছে উজাড়
সাবধান সাধু ঝিনুকের আবরনে মুক্তা সদৃশ্য বিষানল
বুকের পাঁজরে দাউদাউ দাবানল!
No comments:
Post a Comment