কথোপকথনে কবিতা
বিনয়ব্রত ভট্টাচার্য্য
০৬/১১/২০২৪..
কি হেতু তব মলিন মুখ, বিষণ্ণ বদন!
অপ্রসন্ন তোমার মনেতে দেখি একরাশ চিন্তার ছাপ
চেহারায়, চলনে, বলনে, নেই তেমন পারিপাট্য, চাকচিক্য
প্রিয় হে বন্ধুবর ! বলনা মোরে তোমার কিসের অভাব?
বন্ধু বিনুরে শুধায় মৃদু হেসে, তার অকৃত্রিম সুহৃদ বিলু
আপাতভাবে তার বন্ধু বিনু তো ভালোই আছে বলে তার বোধ
তবে কেন মুখে হাসি নেই! চিন্তাক্লিষ্ট অতি সিরিয়াস!যেন ক্যাসিয়াস!
জিজ্ঞাসু হয়ে দিতে চায় উপযাচক হয়ে সমস্যা নিরসনের প্রবোধ!
হেসে কয় বিনু তার প্রিয় বন্ধু বিলুরে কেমনে বুঝবে তুমি আমার ব্যথা?
তোমরা তো জন্মেছ সোনা রূপার চামচ নিয়ে মুখে
আমি গরীবের সন্তান, জোটেনি যার বেবি ফুড, দুধ, কিংবা দুমুঠো অন্ন!
উৎসব আনন্দ ছিল মরীচিকা, অধরা মাধুরী, কেটেছে শৈশব মম অসহন দুখে।
হকের বস্তু পাইনি সহজে, সংগ্রাম করে, লড়াই করে হয়েছে পেতে
যা কিছু চেয়েছি জীবনে, অনেকটাই তার যে পাইনি আমি
অথচ দেখি, অন্য অনেকে চাওয়ার থেকেও বেশি পায় দেখি সচরাচর
এ কেমনধারা বৈষম্যমূলক এক পেশে বিচার করেন অন্তর্যামী!
বন্ধু বিনুরে বলে বিলু দুঃখ ক'রনা ভাই আমার
এতো জন্ম জন্মান্তরের কর্ম ফল, বিধাতার বিধান
মেনে নিতে হবে ভাগ্যের লিখন অন্য যে উপায় নাই
তুমি আমি ভেবে পারবোনা করতে এর কোন সমাধান।
স্বয়ং বিধাতা যেমনি ভাবেন তেমনি আমাদের চালাবেন তাঁর মর্জি মত
তাঁর হাতের ক্রীড়নক সবাই আমরা
হাতের পুতুল মাত্র!
দক্ষ বাজিগরের হাতের পুতুলের মতই নাচান, চালান আমাদের
তাই কোনই লাভ নেই বিলাপ করে, অসন্তোষে জ্বলে পুড়ে দিবা রাত্র!
" As flies to wanton boys so are we to God's "
We are always at His beck and call with life long nods..
No comments:
Post a Comment