Friday, November 8, 2024

মধ্যরাতে সুচরিতার সাথে -- নীলাভ

মধ্যরাতে সুচরিতার সাথে
নীলাভ 
০৭/১১/২০২৪
"যা  যারে    আপনে  মন্দিরাভা 
সুনা পাবে গি     সাস - নানাদিয়া "

আচ্ছন্ন হয়ে আছি আমি, তোমার সুরে 
সুচরিতা!
আমি রাগ-রাগিনী জানি না  যদিও

ঊষা আর মধ্যরাত - কোন  রাগে   জেগে ওঠে?         আমি জানি না

আমি জানি না 
 কিভাবে  বাতাসের সুর শুনে
 অন্তরাত্মায়  রাগের  জন্ম
  আমি জানি না -
 প্রকৃতির সুর কি ভাবে এলো  সাধিকার কন্ঠে?

  মেঘধ্বনির  মাঝে বৃষ্টির সরগম
  ঝড়ের রাতে বাতাসের যে গান
 নিদ্রিত সাগরে কালব্যাপী আছে যে সুর- 
  প্রথম যেদিন এলো  মানুষের আত্মার কাছে 
  সেইদিনও  আমি ছিলাম না
   যেদিন মোহনের বাঁশিতে  রাগিনীরই জন্ম
      
 আমি এলাম অনেক পরেই 
বহু বহু যুগ পরে 
 সুচরিতা !
  ধরো,থেমে গেছে আজ  পৃথিবীতে  সকল শব্দ
আমি চেয়ে আছি তোমার ওই মুখখানিরই দিকে 

তুমি সুখ-সুরাচ্ছন্ন  কণ্ঠবিভোর -
চুল এসে শুয়ে পড়ে তোমার চোখের পাশের গালে
তোমার পাঁচ আঙুলের  নৃত্যমুদ্রা -
সৌন্দর্যে -গান্ধর্বী-
তোমার ওষ্ঠ,কণ্ঠ-আত্মায়-মুদিত দু-নয়ন

তোমার  নিষাদে, ঋষভে, পঞ্চমে ঘূর্ণিময় বন্দিশে 
আমার প্রাণে প্রবেশ করছে, আরহে অবরোহে 
তোমারই যে রাগিনী - ভীমপলাশী!

আমি রাগ-রাগিনী  বুঝিনা, সুচরিতা!

 তবু এই মধ্যরাতে
আমার কাছে থেমে আছে পৃথিবীর  সকল শব্দ
আমি আচ্ছন্ন হয়ে আছি তোমাতেই
আমি তুমিতেই সমাহিত

বাকি সবই    নিথর নিস্পন্দ

No comments: