লিখবো আমি কবিতা
নূপুর আঢ্য
০৭/১১/২০২৪
জীবনমুখী কবিতা লিখবো আমি
মনের মাধুরী মিশিয়ে,
থাকবে সুর ছন্দ তাল মাত্রা
কবিতার প্রতিটি লাইনের ভেতর।
তুলে ধরবো মানুষের কথা,
সুখ দুঃখ আনন্দ ভালোবাসা।
যেকথা তোমরা বলতে পারো না
সেকথা বলবো আমি তোমাদের হয়ে।
লিখবো আমি ছোটদের কথা
থাকবো আমি ওদের সাথে,
ফুটাবো মুখে সুমধুর হাসি
সেই হাসি দেখবো অপলক নয়নে।
করবো প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে
গাইবো জীবনের জয়গান,
রক্তচক্ষুর কাছে করবো না মাথা নত
যতদিন আছে দেহে প্রাণ।
কবি নয় আমি,কবিতাকে ভালোবাসি,
কলমকে হাতিয়ার করে জীবনের কথা লিখি।
সেই কবিতা মানুষের যদি উপকারে আসে
স্বার্থক হবে অধমের জীবন।
No comments:
Post a Comment