গীতাঞ্জলি এক্সপ্রেস
জহরুল আমিন মোল্লা
০৫-১১-২০২৪
গীতাঞ্জলি এক্সপ্রেস ছুটছে
তীর বেগে ছুটছে
পাহাড় পর্বত নদী নালা টপকে ছুটছে,
ধু ধু ধূসর লাল মাটি, ছোট ছোট গাছ
কোথাও ঘন বন,, দু’ একটা কুঁড়েঘর
গরু ,ছাগল, ভেড়া
মাথায় গামছা বাঁধা ঠাই রোদে দাঁড়িয়ে
যষ্টি হাতে রাখাল,
ওরা ঘরে ফিরবে সূর্য ডোবার আগে।
গীতাঞ্জলি এক্সপ্রেস ছুটছে,
তীর বেগে ছুটছে
হাজার হাজার বিঘে জোতজমি
গম, ভুট্টা, সরষে, আখ,জনার খেত
পান্তার হাঁড়ি মাথায়, দুপুরের আহার
বাচ্চা পিঠে বাঁধা, উসখো খুসকো জট পাকানো চুল, কৃষিকাজ দিনভর
জমিদারের বরাদ্দকৃত কুঁড়েঘরে ফিরবে পড়ন্ত বেলায়।
লাল টকটকে সূর্য ডুবছে ,উঠছে
গীতাঞ্জলি এক্সপ্রেস ছুটছে
আমরা ছুটছি ,সবাই ছুটছি
শিল্পনগরী মুম্বাই অভিমুখে ছুটছি।
শিল্পনগরী পৌঁছে জুড়িয়ে গেল চোখ
অসংখ্য চব্বিশ পঁচিশ তলা বিল্ডিং
আশেপাশে হাজার হাজার ঝুপড়ি
ঝুপড়ির বৈধ মালিকানা নেই,
বিল্ডিং মাফিয়াদের রমরমা ব্যবসা,
ছোট বড় অসংখ্য কারখানা
ভিন রাজ্যের পরিযায়ী অস্থায়ী শ্রমিক
আলোর নিচে অন্ধকার, হাহাকার অতৃপ্তি কান্না।
আরব সাগরের তীরবর্তী স্থান
সেলিব্রেটি কিং খাঁনের সুদৃশ্য প্রাসাদ
নিত্যদিন হাজার হাজার দর্শনার্থী,
নিকটেই অসংখ্য ছুপড়ি, পড়ন্ত বিকেল
অদৃশ্য -পূর্ব স্বর্ণ উজ্জ্বল লাল টকটকে সূর্য
লাল আবিরে মুহূর্তে আলিঙ্গন করে
ডুবে গেল সীমাহীন অশান্ত জলে;
আমি বসে আছি, অবাক চোখে তাকিয়ে আছি
হট প্যান্ট পরা লাস্যময়ী সুন্দরীর দিকে।
আলো ঝলমল, সুদৃশ্য তাজ হোটেল
সমুদ্রের ওপারে তেল সাম্রাজ্য
হোটেল নাচ গান মদ মেয়ে ফুর্তি
আরবের সেখেরা, এদেশের বিত্তশালীরা
এখানে আসে হাওয়া বদলাতে,
সমুদ্রের জলে অসংখ্য ছোট বড় সুদৃশ্য জাহাজ
দেশি-বিদেশি দর্শনার্থী, শীতল বাতাস
প্রাণ জুড়িয়ে যায়
মনে হয় কল্পিত স্বর্গটা নেমেছে এখানে ।
No comments:
Post a Comment