Wednesday, November 6, 2024

আমার প্রিয়া তেমনি আছে -- মনোজ ভট্টাচার্য্য

আমার প্রিয়া তেমনি আছে
 মনোজ ভট্টাচার্য্য
০৫/১১/২৪
আমার প্রিয়ার হৃদয়াকাশে,
প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ ভাসে, 
কখনো তাহার হৃদয় জুড়ে, 
জলভরা মেঘে বৃষ্টি নামে ধীরে, 

কখনো আবার বসন্তের ফোটা ফুলের সুবাসে,
মন ভ্রমরা গুনগুন গান গেয়ে ওঠে 
মনো মাঝে,
কখনো আবার ফুর ফুরে হওয়া, দোলা দিয়ে যায় হৃদয় জুড়ে!!

চঞ্চলা চপলা হরিণীর ন্যায়,      
ছুটে চলে আনমনে,
এক প্রান্ত হতে আর এক প্রান্তে আপন আবেগে যায় চলে।

যারে ভালোবাসে সে, 
এক বুক ভরা ভালবাসা দেয় সেই তারে, 
যারে দেখতে নারে দুই চোখে,
ফিরেও চায় না তার পানে।।

নতুনত্বের আস্বাদনে ভাব বিহ্বল মনে,
কল্লোলিনী, স্বপ্নচারিনী আপন ছন্দে চলে, 
কখনো দেখি সে একাকিত্বের বাসর ঘরে, 
 অজান্তেই,নিজেরে হারিয়ে ফেলে।।

কেউ কি বুঝবে সে তার মনের গোপন ফ্রেমে,
কার প্রতিকৃতি রেখেছে ধরে,     অতি যতনে। 
অথবা কোন গোপন কথা,
রয়েছে গোপনে গোপনে, 
মন মাঝে!!

No comments: