Friday, November 1, 2024

দীপাবলি -- অমরেশ দেবনাথ

দীপাবলি
অমরেশ দেবনাথ
তারিখ - ৩১-১০-২০২৪
যে আঁধারে বিবেক হারায় মানবতা ভুলে,
সে আঁধারে দিও হে আলো করুণা সুধায়ে,
যেন আসে গ্লানি, ঘৃণা নিজের মন্দ দোষে,
যেন চাই ক্ষমা হৃদয় হতে করজোড়ে নুইয়ে,
মিছে পিপাসার হাওয়া নিও উড়িয়ে ঝড়ে,
দিয়ে যেও অমৃত পিয়াস তোমার চরণতলে।
অশুভ সব হারাক্ দূরে আদ্যাশক্তির স্পর্শে,
প্রাণের শক্তি পরম ভক্তি জাগুক নতুন করে,
এই তাপের পাপের গ্লানি যেন হারায় বনান্তে,
মাতৃশক্তির শুভ আশিসে সকল মঙ্গল করে,
ঘরে ঘরে জ্বালাও দিয়া হৃদয় প্রসারে অনুরাগে,
নিও আমার সকল অহংকার চোখের জলে।
আনন্দ আসুক ঘরে ঘরে মার অরুণ জ্যোতিতে,
ভাসুক পৃথিবী আলোর মেঘে দিগদিগন্ত ছাড়িয়ে, 
ছোট বড় নেই কোন ভেদ তোমার রাঙা চরণে,
মানব মনে দাও সে প্রেম সকলেরে কাছে নিতে।
ঘরে ঘরেই আছো তুমি মাতৃকার কতো রুপে,
মাতৃশক্তি হউক পূজিত ঘরে ঘরে নতুন করে,
আমি চাইনা চণ্ডী, ডাকিনী যোগিনী, কর্নপিশাচিনী,
ঘরে ঘরে যেন হাসে ঐ লক্ষ্মী, দুর্গা আর সরস্বতী,
সে আলোরই অরুণ জ্যোতি লাগুক সবার চোখে,
তারই কিরণে দীপাবলি আসুক ঘুরে নব জীবনে,
যার আছে প্রাণ, নাই যে মান, আছে শুধু ভক্তি, 
করি যেন শুধুই অর্পণ মনের ঐ ভাবের অঞ্জলি।
পিপাসার সকল মুকুল যেন পুঁতি তোমার ঘাটে,
আসবে প্রেমের নতুন পাতা সবুজের আলোতে,
যা গেছে দাও বিদায় মন হতে মার আরাধনাতে,
মা-ই দেবে নতুন পথ নতুন করে এ দীপাবলিতে।

No comments: