নতুন ভোরের খোঁজে
সুজিত শর্মা বিশ্বাস
০৭/১০/২০২৪
মন্দিরে সব মুর্তি ভেঙে কি পেয়েছিস ফল ?
কেউ কি তোদের ভাঙতে বলে সত্যি করে বল
কোন হাদিসে লেখা আছে
দেখা সকল লোকের মাঝে
নয়তো সবাই বুঝবে দেশে তোরাই আসল খল।
সবাই জানে নাই কোনো প্রাণ শুধুই দেবীর রূপ
মৃন্ময়ী রূপ চিন্ময়ী হয় জ্বাললে প্রদীপ ধূপ
ধূপ প্রদীপে সুগন্ধ ময়
তখন দেবী জাগ্রত হয়
জানিস কিছু ? নাই কোনো জ্ঞান বাঁচিস অন্ধ কূপ।
বুদ্ধ খ্রিষ্ট কৃষ্ণ নবী হয়তো ভিন্ন মত
ধর্মে বর্ণে থাকনা প্রভেদ মিলবে একই পথ
কেউ বা ঘরে মুর্তি পুজে
মুর্তি বিনা কেউ বা খুঁজে
বুকের মাঝে রক্ত ঝরে, রয়না মানুষ সৎ !
সময় হলো জাগরে সবাই আয় না ঘরের বার
মনের দুয়ার দে খুলে দে বন্ধ আছে যার
হাত মিলিয়ে চলরে তোরা
আসবে আবার নতুন ভোরা
চলবি সবাই পাশাপাশি রুখবে সাধ্য কার ?
No comments:
Post a Comment