Sunday, November 3, 2024

ভাইফোঁটার আয়োজন -- অরূপ দাস

     ভাইফোঁটার আয়োজন 
     অরূপ দাস 
     ০৩/১১/২৪
আকাশ খুশি,  বাতাস খুশি,  খুশি ভাইবোন,
চারিধারে খুশির গান,কান পেতে সব শোন।
মিলেছে আজ ভাই বোনেরা  একসাথে ভাই ফোঁটাতে, 
কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া,উৎসবে তে সবাই মাতে।

 চলছে  কত  খানা  পিনা!     নূতন  নূতন  উপহার, 
ভায়ের কপাল ফোঁটায় ভরা,কাঁটায় ভরা জম দুয়ার।
কি হবেরে  তাদের ফোঁটা!-   যারা  রয়েছে  ফুটপাতে তে, 
সকাল সন্ধ্যে   ভিক্ষে করে,   পায়  না  খাবার  জোটাতে।

চন্দ্র বলে, ‘ফুটপাতে তে  প্রদীপ হতে চাই,’
সূর্য বলে , ‘আলো দেবো, চিন্তা কিছু নাই।’ 
বাগান বলে,‘গাঁথবো মালা,চাই যে কুসুম ফোঁটাতে’, 
লতা বলে, ’দুলিয়ে দেবো, আমার সুখের দোলাতে’। 

মাটি বলে,‘ ’ললাট খানি সাজিয়ে দেবো চন্দনে’,
আকাশ বলে,‘ বাঁধবো আমি তারার রাখি বন্ধনে।’
পাতারা সব এক সাথে তে   চায় যে  বাতাস ছোটাতে,’ 
পাখীরা  কয়, ‘আমরা আছি,   মিলন গীতি  শোনাতে।’

 দুর্বা বলে,‘আমি আছি, হোকনা আশীর্বাদ’, 
 ধান্য বলে,‘শুভ কাজে আমিও নাই বাদ।’ 
 ভাই বোনেরা এক হলে সব,-পারবে দুঃখ গোছাতে, 
 মায়ের মুখে ফুঁটিয়ে হাসি, পারবে রে জল মোছাতে।

 রামধনু কয়,‘সাত রঙে তে স্বপ্ন জাল বুনি,’
 শঙ্খ বলে, ‘আমি আছি   দেবো জয়ধ্বনি’। 
 রাজপ্রাসাদে,   ফুটপাতে তে,   সকল  গরীব  বাসা তে, 
 এক সাথে সব  ভাইফোঁটা হোক  মধুর মিলন মেলা তে।

No comments: