পল্লী গাঁয়ের মানুষ
আশীষ খীসা
০৩।১১।২০২৪ ইং
দুরন্ত মন ছুটছে চলে
পাগলা ঘোড়ার মত,
চষে বেড়াই পাহাড়,ঝিরি
ইচ্ছে জাগে যত।
পল্লী গাঁয়ের মানুষ আমি
প্রিয় যে আমার গাঁ,
এদিক-ওদিক না ঘুরলে যে
জীবন লাগে খাঁ খাঁ।
রোদ লাগেনা ঝড় লাগেনা
ঘুরে বেড়াই পাহাড়,
যেথায় ভালো লাগে আমার
সেথায় করি আহার।
খাল-বিল,নদী-নালা,ঝিরি
ছুটে যে চলি প্রায়,
মনের ইচ্ছে পূরণ করি
নেই এত অভিপ্রায়।
ভ্রমণ পিপাসূ ব্যক্তি আমি
ভ্রমণ করি সদা,
যেথায় ভালো লাগে আমার
যাই যে বারবার তথা।
পল্লী গাঁয়ে করি বিচরণ
পল্লী গাঁয়েতে বাস,
মাটির গন্ধ লেগে থাকে
প্রায় সারা বারো মাস।
No comments:
Post a Comment