Wednesday, November 6, 2024

একদিন আসিবে রজনী -- মধুসূদন সূত্রধর

একদিন আসিবে রজনী,
মধুসূদন সূত্রধর
০৫/১১/২০২৪
তুমি সুন্দর তাই চেয়ে থাকি
প্রিয়া
নয় গো এ মোর কোন অপরাধ
মন আকাশে শরৎ রাতের
তুমি, যে কোজাগরী চাঁদ।

রূপের, রজনী তুমি মোর প্রিয়া
মুখেতে শুধু মুক্তোর হাসি
ময়না পাখির ঠোঁটের মতো 
কাজল কালো চোখের হরিণী
চাউনিই,
তোমায় বড় ভালোবাসি।

শিউলির ডালে, ফোট ফুল হয়ে
দাও ছড়িয়ে সুবাসিত ঘ্রাণ
মনের বাগিচায়, দেখি তুমি গোলাপ
প্রেয়সী হয়ে নীল যমুনায়
কদমের তলে শোনাও তুমি গান।

পুজোর গন্ধে তুমি নবমীর রাত
হোলির ফাগুনে রাঙা পলাশের বন
বৈশাখীর গোধুলিই তুমি কৃষ্ণচূড়া
প্রেমের ভূমিতে তুমি, রাসের নিধু বন।

হেমন্তের ভোরে তুমি গো শিশির
আঁধার রাতের তুমি বাতি
হোলির দোলের তুমি মোর আবীর
মনের স্বর্গে তুমি জ্যোৎস্না রাতি
বৈশাখী ভোরের প্রভাতী রবি
হৃদয় বীণার রাগিণীর সুর
মন ক্যানভাসে তুমি পটে আঁকা ছবি।

দোহাই তোমার ফিরাও না, মুখ
তুমি যে আমার জীবন মরন
ইহকাল পরকাল হৃদয় মনের সুখ,
দিয়েছি গো তাই হৃদয় মনে ঠাঁই
শুধু মোর একটু অপেক্ষা
আসিবে রজনী একদিন মোর হায় ।

No comments: