Wednesday, November 6, 2024

ভাবনা -- ড: দেবাশীষ চ্যাটার্জি

 ভাবনা  
 ড: দেবাশীষ চ্যাটার্জি    
 05 /11 /2024
শিকড় শক্ত পুষ্ট বৃক্ষের
ফলের মান বাড়ে
গুন বিচারের দাঁড়ি পাল্লায়
সবার নজর কাড়ে |

শিখতে শিখতে বড় হয়ে
মানুষ হতে হয়ে  
বড় হয়ে সব শিখলে
কিছু বাকি রয়  |

সব যুদ্ধে যায় না যেতা
যতই থাকুক বাহুবল
বুদ্ধি আর রননীতির
অবাভ হলেই রসাতল  |

বড় মানুষ হতে হলে  
ছোট হওয়া চাই আগে
প্রথম তলে চাপলে সিঁড়ি
দো তলায় পৌঁছাবে  |

এমন ভাবনার ব্যতিক্রম
মানতে পারেনা  সমাজ
অহংকার ই পতনের মূল
কাল নয় তো  আজ |

সব জায়গায় জিততে নেই  
সুখ আছে তাই হারে
পিতার আনন্দ পুত্র
শিক্ষায় তার  উপরে  |

সব কথার উত্তর হয় না  
নীরবতাও এক জবাব  
সময় হলেই উত্তর পায়  
অপেক্ষা যার  স্বভাব |

সব কিছুর তো  হয় না প্রমান  
দরকার ও নেই দেবার  
স্বর্ণকার সোনা চেনে  
লোহা চেনে কামার ||

No comments: