Sunday, October 27, 2024

স্মৃতির দহন -- জয়ন্ত হালদার

স্মৃতির দহন 
 জয়ন্ত হালদার 
  ২৭/১০/২৪
 স্মৃতিরা যখন ঘোর লাগা  নদীটার বাঁকে 
 তরঙ্গ তুলেছে , সহসা  ছুঁয়েছে উপকূল ,
 বিস্মৃত স্বপ্নের পরাভূত পলিমাটি জুড়ে 
 অযাচিত নোনাজলে নাড়িয়ে দিয়েছে আমূল !

 যৌবন বন থেকে সুগন্ধি কস্তুরী ঘ্রাণ 
 ব্যাকুল করেছে,বুকের বামে তুলেছে ঝড় ,
 অলিন্দ- নিলয়ে নীলাদ্রি নির্ঝর প্রবাহে 
 হৃদি-অরণ্যে ঝরা পাতা বিষাদের মর্মর !

 নিভৃত নির্জনে বনফুল ঝরে গেলে ঠোঁটে 
 সে চেনা চুম্বনে দীপ্ত অলক্ত- অরুণোদয় ,
 অঙ্গার আখরে পুড়ে পুড়ে তামাটে চিবুক 
 কিছু সুখ খুঁজে স্বপ্ন-তরঙ্গে ভেঙ্গেছে প্রত্যয় !

 তবু, ঝরে গেলে ভাট ফুল, মরে গেলে কাশ
 পথ চেয়ে দিন গোনে ক্লান্ত চোখের কোন ,
 ভাঙ্গা ঘাটে ভেসে যায় ঘট, পাখির পালক 
 বালুচরী বুকে প্রত্যাশা ঘিরে স্মৃতির দহন !!

No comments: