Sunday, October 27, 2024

ভদ্রতার সঙ্গে পূর্ণচ্ছেদ -- দিলীপ ঘোষ

ভদ্রতার সঙ্গে পূর্ণচ্ছেদ
দিলীপ ঘোষ
২৭/১০/২৪
ইঙ্গিতে বিদায় জানালে
বললে শুভ রাত্রি, করলে দিনের আড়ি
মুখে বললে না এসো
কিন্তু দরজা বন্ধ করলে তড়িঘড়ি

ভদ্র শব্দে বললে, দশটা বাজলো
অনেক রাত্রি হলো
সকালে উঠতে হবে তাড়াতাড়ি
শোবার সময় হলো,
এখন নিস্কৃতি দাও, বললে কৌশলে
অথচ অন্যদিন ঘুমাতে যাও
বারোটা একটা বাজলে

পুরানো হচ্ছে সম্পর্ক
সোহাগের কব্জায় লেগেছে নিমপাতার জং
এড়িয়ে যেতে তাই উপলক্ষ খোঁজ
লক্ষ্য পুরোনে করেছ পণ

পূর্ণচ্ছেদ টানো তাই ভদ্রভাবে
কিন্তু ধরা পোড়ে যাও আমার অনুভবে।

No comments: