হলুদ টিয়া পাখি
তরুণ কুমার ভট্টাচার্য
২৪/১০/২৪
হলুদ টিয়া পাখি
একি ধরণ তোর আচরণ
গায়ে-হলুদের হলুদ নিলি মাখি ।
হলুদ মেখে নিলি
তাতে কি তোর মনের ভিতর
যে রয়েছে তাকেই বার্তা দিলি ?
সে বুঝি এক ছিল
সকাল থেকে ডেকে ডেকে
সুসংবাদকে রাষ্ট্র করে দিল !
অরণ্য খুব খুশি
তরু সাজায় মালতী লতায়
পাখির কন্ঠে নহবতের বাঁশি ।
গন্ধে মাতোয়ারা
বেলী-যুথিকায় গন্ধ বিলায়
রজনী গন্ধা কামিনী ফুলের ঝারা ।
আলোর ঝর্ণা তলা
জ্যোৎস্না ধারায় কল্কা -তারায়
জোনাক গাঁথে চুমকির গোড়ে মালা ।
হলুদ লেগেছে মনে
হলুদও বোঝে প্রাণের খোঁজে
পরস্পরের হৃদয়েরে কাছে টানে ।
No comments:
Post a Comment