মুক্তি সংকেত
সুরজিৎ পাল
১৮.১০.২০২৪
ধর্ম যেদিন ক্লান্ত হবে
দুর হবে সকল ভয়।
খিদের জ্বালা খাদ্যে মেটে
কোরান,গীতা,বাইবেলে নয়।
প্রেম যেদিন হারিয়ে যাবে
বুঝবে প্রেমের মহত্ত্ব কি?
মাথা ঠুকে যতই কাঁদ
ফিরে তুমি পাবে কি?
মানব জীবন পরিব্রাজক রেশ
কোথায় পাবে পথের শেষ?
যতই ফিরে চাওনা কেনো
দেবেনা কোনো গ্রন্থ নির্দেশ।
সুখের খোঁজে আসবে শেষে
ত্যাগে মুক্তি জীবন সংকেত।
সব শেষে দুমুঠো ভাত
এর বেশি কি চাইবে?
বিরোধ ভুলে আলাপচারিতায়
পার্থক্য কোথায় খুঁজতে হবে।
তবেই তুমি পাবে পথ
ভালোবাসা সেথায় অটুট রবে।
No comments:
Post a Comment