উৎসবের ব্যস্ততা
নিমাই হাজরা।
১৮/১০/২০২৪
আজি এই উৎসবে তোমাদের ব্যস্ততা সারাদিন চলে,
চারিদিকে ঘুরে ফিরে একসাথে দলে দলে।
সর্বত্র কত কাজ যত ওই ব্যস্ততা পুজো প্যাণ্ডেলে,
নতুন পোষাক নতুন সাজে পুরাতনে ভুলে।
উৎসবে মাতো, ভাসো খুশির জোয়ারে ওঠো দুলে,
মনটাকে নাচাও ওই আনন্দের তালে তালে।
তোমাদের ব্যস্ততা উৎসব আয়োজনে ঢাকের বোলে,
চটকদার মিউজিক আর পেটানো ঢোলে।
ঝলসানো আলোয় হেঁটে চলো মানুষের ভিড় ঠেলে,
ব্যস্ততায় আনন্দ খুঁজে নিতে সবটুকু মন ঢেলে।
আমার ব্যস্ততা একফালি ছাদের ওই আলো আঁধারে,
ছোট ছোট গাছের ঘন সবুজ পাতার বাহারে।
কয়েক মুঠো মাটি আর ছোট ছোট গাছের মাঝারে,
আমার আনন্দ এই সবুজ সমারোহের আসরে।
আমি খুঁজে পাই আমার আনন্দ ওই শরতের ভোরে,
পাতার উপর জমে থাকা ফোঁটা ফোঁটা শিশিরে।
হয়তো আসল মুক্তার কণারা ভেসে রয় পাতার পরে,
সূর্যের কিরণে উদ্ভাসিত আলো রয় যেন ধরে।
এই শরতের সন্ধ্যায় শিউলির গন্ধে মন মাতাল করে,
সারারাত গন্ধ বিলিয়ে অনাদরে যায় ঝরে।
নবমীর বাঁকা চাঁদ উকি দেয় বাঁশ বাগানের বুক চিরে,
আমার আনন্দ খুঁজে পাওয়া এদের ঘিরে।
No comments:
Post a Comment